Thursday, December 25, 2025

রয়েছে তথ্যপ্রমাণ, অভিনেতা জয়জিতের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ মডেলের!

Date:

Share post:

নারী সুরক্ষা আর নিরাপত্তার দাবিতে যখন উত্তাল বাংলা বিনোদন জগত (Bengali Entertainment Industry), তখন আর জি কর কাণ্ডের (RG Kar Case) বিচার চেয়ে সমাজমাধ্যমে সরব হওয়া অভিনেতা জয়জিৎ বন্দোপাধ্যায়ের (Joyjit Banerjee) বিরুদ্ধেই মডেল-অভিনেত্রীকে যৌন হেনস্থার অভিযোগ! রবিবার অভিযোগের কাঠগড়ায় ছিলেন অভিনেতা। পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন অভিযোগকারীকে। কিন্তু সোমবারে তথ্যপ্রমাণ নিয়ে জয়জিতের বিরুদ্ধে সরব শিখা (Sikha) নামের জনৈক মডেল।

অভিনেত্রীকে শারীরিক অসম্পূর্ণ অভিযোগে পরিচালক অরিন্দম শীলকে (Arimdam Sil) বরখাস্ত করেছে ডিরেক্টরস গিল্ড। এবার সেই আবহে অভিনেতা জয়জিৎকে নিয়ে শুরু নতুন আলোচনা। অভিযোগকারী মডেল জানান, ‘অভিনেতা নিজে ফেসবুক মেসেঞ্জারে যোগাযোগ করেন তাঁর সঙ্গে। এবং লেখেন যে তাঁকে ( অর্থাৎ ওই মডেলকে) দেখে মনে হয়েছে, সুযোগ পেলে ওই মডেল উন্নতি করবেন।’ শিখা অভিনয় করতে চেয়েছেন বরাবরই। জয়জিতের সঙ্গে আলাপের সুযোগ মেলায় তিনি বেশ খুশি হয়েছিলেন। কিন্তু মডেলের অভিযোগ, প্রথমে খানিকটা আভাস দেওয়ার পর কাজ না হওয়ায় সরাসরি ‘কম্প্রোমাইজ়’ করার কথা বলেন অভিনেতা। প্রমাণ হিসেবে উভয়ের বার্তালাপের প্রতিচ্ছবিও (স্ক্রিনশট) শেয়ার করেছেন শিখা। শুধু তাই নয় স্ত্রীকে বিচ্ছেদ দেওয়ার আশ্বাস দিয়ে মডেলের সঙ্গে জয়জিৎ সহবাস করেছিলেন বলে অভিযোগ। শিখা জানান, যে অভিনেতার স্ত্রীকে তিনি গোটা বিষয়টি জানালে তিনি পাত্তা না দিয়ে উল্টে মেসেঞ্জারে লেখেন যে তাঁর স্বামীর এরকম একাধিক সম্পর্ক আছে। সত্যিই কি এ রকম কিছু ঘটিয়েছিলেন জয়জিৎ? অভিনেতা বলছেন “আমি এ রকম কাউকে চিনি না, শারীরিক সম্পর্ক তো দূরের কথা।”পাশাপাশি গোটা বিষয়টি আদালত পর্যন্ত টেনে নিয়ে যাওয়ার কথাও বলেছেন তিনি।


spot_img

Related articles

বাংলাদেশে ফিরল তারেক-কন্যার পোষ্য ‘জেবু’

প্রায় ১৭ বছর পর নির্বাসিত জীবন কাটিয়ে নিজের বাংলাদেশে (Bangladesh) ফিরেছেন BBP চেয়ারম্যান তারেক রহমান (Tarek Rahman)। তারেকের...

স্থান পেলেন না কোন ক্রিকেটার, অর্জুনের তালিকায় উজ্জ্বল তিন বঙ্গ কন্যা

বছর শেষ হতে হাতে বাকি মাত্র কয়েকটা দিন। এরই মধ্যে চর্চায় জাতীয় ক্রীড়া পুরস্কারের তালিকা । কেন্দ্রের নির্বাচক...

প্রকাশ্য রাস্তায় খুন শিক্ষক, যোগী রাজ্যের নিরাপত্তা নিয়ে প্রশ্ন

যোগী রাজ্য উত্তরপ্রদেশে (Uttar pradesh) মর্মান্তিক মৃ্ত্যু স্কুল শিক্ষকের।  হাঁটতে বেরিয়েছিলেন সহকর্মীদের সঙ্গে কিন্তু এর মাঝেই আততায়ীদের গুলিতে...

বাসন্তীতে বিস্ফোরণ, খড়িমাচান এলাকায় বোমা ফেটে গুরুতর জখম ১ শিশু!

দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর আমঝাড়া গ্রাম পঞ্চায়েতে খড়িমাচান এলাকায় বিকট শব্দে বিস্ফোরণ, গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন এক...