Thursday, December 4, 2025

কবে বিচার শুরু হবে? সিবিআই-এর দীর্ঘসূত্রিতা নিয়ে কটাক্ষ ডেরেক

Date:

Share post:

আর জি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের দ্রুত বিচারে দাবিতে সরব শাসক-বিরোধী সব পক্ষই। তৃণমূল (TMC) সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) থেকে শুরু করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)- দ্রুত বিচারে দাবি জানিয়েছেন সবাই। এই পরিস্থিতিতে একের পর এক শুনানির তারিখ চলে যাচ্ছে, কিন্তু মামলার চার্জশিট (Charge Sheet) কবে জমা দেবে তার কোনও ঠিক নেই। তদন্তের নামে সিবিইয়ের এই দীর্ঘসূত্রিতার বিরোধিতায় সরব তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন (Derek O’Brian)। তিনি প্রশ্ন তোলেন, CBI কবে চার্জশিট দাখিল করবে? অভিযুক্তদের কবে শুরু হবে বিচার?মঙ্গলবার, নিজের এক্স হ্যান্ডেলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তীব্র কটাক্ষ করে ডেরেক (Derek O’Brian) লেখেন, ”আর জি কর কাণ্ডে সিবিআই কবে চার্জশিট দাখিল করে অভিযুক্তদের বিচার শুরু করাবে?”৯ অগাস্টের ঘটনায় তদন্তে নেমেই ২৪ ঘণ্টার মধ্যেই মূল অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করে কলকাতা পুলিশ। কিন্তু আদালতের নির্দেশে তিনেকের মধ্যেই আর জি করে ধর্ষণ-খুন মামলার তদন্তভার যায় সিবিআই। তার পর থেকে তদন্ত চলছে কিন্তু কোনও অগ্রগতি নজরে পড়ছে না। এখনও পর্যন্ত হাতে পাওয়া তথ্যপ্রমাণের ভিত্তিতে সিবিআইয়ের দাবি, সঞ্জয় একাই অভিযুক্ত। ২০ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতে রয়েছে সে।

এবার আদালতে চার্জশিট জমা দিতে হবে সিবিআইকে। তার পর থেকে শুরু হবে বিচার প্রক্রিয়া। কবে দোষী সাব্যস্ত হবে? কবেই বা শাস্তি ঘোষণা হবে? সেই প্রশ্ন তুলে এবার সিবিআইকেই নিশানা করেন ডেরেক। সিবিআইয়ের হাতে আর জি করের তদন্তভার যাওয়ার পর মুখ্যমন্ত্রীর অভিযোগ ছিল “ওদের সাফল্যের হার খুব কম।“ বিচার প্রক্রিয়া শেষ করতে ৫০ দিনের সময়সীমা বেঁধে দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এবার সিবিআইয়ের উপর চাপ বাড়ালেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ।










spot_img

Related articles

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৪ ডিসেম্বর (বৃহস্পতিবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...

একটা ধান পচে গেলে সরিয়ে দিতে হয়: নাম না করে হুমায়ুনকে নিশানা মমতার, বহরমপুরের সভায় সম্প্রীতির বার্তা

মুর্শিদাবাদের বহরমপুরে তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সভার আগেই দল থেকে সাসপেন্ড করা হয় ভরতপুরের বিধায়ক...

ফিনিশারের অভাব থেকে অনির্দিষ্ট ‘ডেথ ওভার’ স্ট্র্যাটেজি, সমস্যা বাড়ছে ওডিআইতেও

লাল বলে ভরাডুবির পর এবার সাদা বলেও অশনি সংকেত। রাঁচিতে প্রথম একদিনের(ODI) ম্যাচে জয় পাওয়ায় ভারতীয় দলের ভুল...

গিরিশ পার্কে পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার ট্রেনি-পাইলটের ঝুলন্ত দেহ

দক্ষিণ আফ্রিকায় পাইলট প্রশিক্ষণ নিচ্ছিলেন গিরিশ পার্কের(Girish Park) এক ছাত্র কিন্তু হঠাৎ তাঁর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য গোটা...