Thursday, August 28, 2025

আর জি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের দ্রুত বিচারে দাবিতে সরব শাসক-বিরোধী সব পক্ষই। তৃণমূল (TMC) সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) থেকে শুরু করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)- দ্রুত বিচারে দাবি জানিয়েছেন সবাই। এই পরিস্থিতিতে একের পর এক শুনানির তারিখ চলে যাচ্ছে, কিন্তু মামলার চার্জশিট (Charge Sheet) কবে জমা দেবে তার কোনও ঠিক নেই। তদন্তের নামে সিবিইয়ের এই দীর্ঘসূত্রিতার বিরোধিতায় সরব তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন (Derek O’Brian)। তিনি প্রশ্ন তোলেন, CBI কবে চার্জশিট দাখিল করবে? অভিযুক্তদের কবে শুরু হবে বিচার?মঙ্গলবার, নিজের এক্স হ্যান্ডেলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তীব্র কটাক্ষ করে ডেরেক (Derek O’Brian) লেখেন, ”আর জি কর কাণ্ডে সিবিআই কবে চার্জশিট দাখিল করে অভিযুক্তদের বিচার শুরু করাবে?”৯ অগাস্টের ঘটনায় তদন্তে নেমেই ২৪ ঘণ্টার মধ্যেই মূল অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করে কলকাতা পুলিশ। কিন্তু আদালতের নির্দেশে তিনেকের মধ্যেই আর জি করে ধর্ষণ-খুন মামলার তদন্তভার যায় সিবিআই। তার পর থেকে তদন্ত চলছে কিন্তু কোনও অগ্রগতি নজরে পড়ছে না। এখনও পর্যন্ত হাতে পাওয়া তথ্যপ্রমাণের ভিত্তিতে সিবিআইয়ের দাবি, সঞ্জয় একাই অভিযুক্ত। ২০ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতে রয়েছে সে।

এবার আদালতে চার্জশিট জমা দিতে হবে সিবিআইকে। তার পর থেকে শুরু হবে বিচার প্রক্রিয়া। কবে দোষী সাব্যস্ত হবে? কবেই বা শাস্তি ঘোষণা হবে? সেই প্রশ্ন তুলে এবার সিবিআইকেই নিশানা করেন ডেরেক। সিবিআইয়ের হাতে আর জি করের তদন্তভার যাওয়ার পর মুখ্যমন্ত্রীর অভিযোগ ছিল “ওদের সাফল্যের হার খুব কম।“ বিচার প্রক্রিয়া শেষ করতে ৫০ দিনের সময়সীমা বেঁধে দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এবার সিবিআইয়ের উপর চাপ বাড়ালেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ।










Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version