দক্ষিণবঙ্গে জারি হলুদ সতর্কতা, ৭ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস! 

মঙ্গলের সকাল থেকে দুর্যোগের আশঙ্কা দক্ষিণবঙ্গে (Rain Alert in South Bengal)। আইএমডি (IMD) সূত্রে খবর আজ দিনভর দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার মধ্যরাত থেকে বঙ্গোপসাগরের উত্তর-পশ্চিমদিকে এবং মধ্য পশ্চিমদিক বরাবর ৫৫ থেকে ৬৫ কিমি প্রতি ঘণ্টায় ঝোড়ো হাওয়া বইতে শুরু করে। আজ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতির অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানাচ্ছে আজ কলকাতার তাপমাত্রা ২৭ থেকে ৩২ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। বৃষ্টিতে জনজীবন ব্যাহত হওয়ার আশঙ্কা শহরতলি সংলগ্ন একাধিক জেলায়। উত্তরের তিন জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। সব মিলিয়ে বৃষ্টি বিঘ্নিত মঙ্গলের আশঙ্কা করছেন হাওয়া অফিসের কর্তারা।