Friday, August 22, 2025

টুইন টাওয়ারের কঙ্কাল! ২৩ বছর পরে ছবি রয়ে গিয়েছে, নেই শুধু চিত্রগ্রাহক

Date:

২৩ বছর পেরোলেও ১১ সেপ্টেম্বর গোটা বিশ্বের কাছে আজও দগদগে ক্ষত। ভেঙে পড়া ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টুইন টাওয়ারের (Twin Tower) জায়গায় নতুন নির্মাণ হলেও সম্প্রতি ভাইরাল হওয়া একটি ছবি মনে করিয়ে দিল সেদিনের সেই ভয়াবহ ঘটনাকে। আত্মঘাতী বিমান হানার পরে ধুলোর চাদরে ঢেকে পড়া শহরের মাঝে দাঁড়িয়ে রয়েছে টুইন টাওয়ারের কঙ্কাল।

২০০১ সালের ১১ সেপ্টেম্বর। টুইন টাওয়ার মুহূর্তেই পরিণত হয় ধ্বংসস্তূপে। সেই ভয়াবহ জঙ্গি হামলার ২৩ বছর পূর্ণ হল বুধবার। প্রায় ৩ হাজার মানুষের মৃত্যু হয়েছিল। সেই ঘটনার পরপরই ধুলোয় ঢাকা ছবি তোলেন চিত্র সাংবাদিক বিল বিগার্ট (Bill Biggart)। ধুলোয় ঢাকা ধ্বংসস্তূপ, খেলনা বাড়ির মতো ভাঙা কিছু ইমারৎ। কার্ডবোর্ডের মতো গুঁড়িয়ে থাকা টুইন টাওয়ার।

বুধবার সেই ছবিই ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। এই ছবি তোলার পরে বা আগেও খোঁজ পাওয়া যায়নি চিত্র সংবাদিক বিলের। পরের দিন ধ্বংসস্তূপের মধ্যে থেকে উদ্ধার হয় তাঁর মৃতদেহ। সেখানেই তাঁর তোলা এই শেষ ছবি আজও মনে করিয়ে দিচ্ছে সেদিনের ধ্বংসলীলা। ছবি দেখে নেটিজেনরা অনেকেই প্রশ্ন করেছেন, অবধারিত মৃত্যুর মুখে দাঁড়িয়েও কীভাবে একজন চিত্র সাংবাদিক এমন ভয়াবহ ছবি ধরে রাখতে পেরেছিলেন।

ভয়ঙ্কর এই ঘটনার ৫ বছর পর ২০০৬ সালে আবার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের (World Trade Centre) নির্মাণকাজ শুরু হয়। এবং ২০১৪ সালে খুলে দেওয়া হয় জনসাধারণের জন্য।বর্তমানে ১১ সেপ্টেম্বরের হামলায় নিহতদের স্মরণে নির্মান করা হয়েছে স্মৃতিসৌধ। হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে রাস্তায় নামেন হাজার হাজার মানুষ।

Related articles

আজ দুপুরেই জয়েন্টের ফল: হাই কোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিয়ে জানাল শীর্ষ আদালত, নয়া মেধাতালিকা প্রকাশও

জয়েন্ট এন্ট্রান্সের মেধা তালিকা নিয়ে নয়া নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court)। কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দের নির্দেশে স্থগিতাদেশ...

গায়ক থেকে পরিচালক, নওয়াজউদ্দিনকে নিয়ে শান্তিনিকেতনে শ্যুটিং অরিজিতের!

রেকর্ডিং ফ্লোর থেকে স্টেজ, কণ্ঠের জাদুতে হিমাচলের মন জয় করার পর এবার ক্ল্যাপস্টিক হাতে চমকে দিলেন অরিজিৎ সিং...

জয়েন্ট এন্ট্রান্সের নয়া মেধাতালিকা প্রকাশ করার সুপ্রিম-নির্দেশ

জয়েন্ট এন্ট্রান্সের মেধা তালিকা নিয়ে নয়া নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court)। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার (JEE) নতুন মেধা তালিকা...

অপমানিত দিলীপ; রবিশঙ্করের আশ্রমে যাওয়ার আগে বললেন, জোর ধাক্কা খাবে

প্রধানমন্ত্রীর বঙ্গ সফরের অনুষ্ঠানে ডাক না পেয়ে ক্ষুব্ধ -হতাশ দিলীপ ঘোষ (Dilip Ghosh) চলে গেলেন বেঙ্গালুরুতে। সেখানে সস্ত্রীক...
Exit mobile version