হাসপাতালে থ্রেট কালচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ৫ চিকিৎসক পড়ুয়াসহ ১২ জনের বিরুদ্ধে করা ব্যবস্থা নিয়েছিল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল (North Bengal Medical College and Hospital) কর্তৃপক্ষ। জয় লাকড়া, তীর্থঙ্কর রায়, অরিত্র রায়, ঐশী চক্রবর্তী ও সৃজা কর্মকারকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় কাউন্সিল। এরই প্রতিবাদের সরব হন পড়ুয়াদের একাংশ। মঙ্গলবার মেডিক্যাল কলেজের অধ্যক্ষকে ঘেরাও করে সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি করা হয়। তড়িঘড়ি মধ্যরাতের মিটিংয়ে কাউন্সিলের আট সদস্য সাময়িক ভাবে বহিষ্কারের সিদ্ধান্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নেন বলে জানা যাচ্ছে।

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের ইন্টার্নদের অভিযোগ বহিষ্কারের সিদ্ধান্ত সঠিকভাবে গৃহীত হয়নি। যে যে কারণ দেখিয়ে কড়া পদক্ষেপ করা হয়েছে তার অধিকাংশই ভিত্তিহীন। রাতের বৈঠকে উপস্থিত ছিলেন অধ্যক্ষ ইন্দ্রজিৎ সাহা, সুপার সঞ্জয় মল্লিক, বিভাগীয় প্রধান দীপাঞ্জন ভট্টাচার্য, নির্মল বেরা-সহ অন্যান্যরা। অধ্যক্ষ জানিয়েছেন, বুধবার দুপুরে ওই পাঁচজন পড়ুয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
