আর জি কর আবহে স্বাস্থ্যসচিবকে নবান্ন সভাঘরে বৈঠক করার নির্দেশ দিয়েছিলেন মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee)। বৃহস্পতিবারের বৈঠকের কথা জানিয়ে বিজ্ঞপ্তিও জারি হয়। কিন্তু বুধবার বিকেলে ফের বিজ্ঞপ্তি দিয়ে স্বাস্থ্য দফতর জানাল আপাতত হচ্ছে না ওই বৈঠক। কারণ হিসেবে জানানো হয়, মেডিক্যাল কলেজগুলিতে জরুরি ভিত্তিতে কাজ চলছে। সেই কারণে আপাতত নবান্নে (Nabanna) হবে না স্বাস্থ্য বৈঠক।
পুলিশের উপর গোটা রাজ্যের নিরাপত্তার দায়িত্ব, তাই প্রত্যেক হাসপাতালের নিরাপত্তা সংস্থার দায়িত্ব নেওয়া পুলিশের পক্ষে সম্ভব নয় বলে জানান মুখ্যমন্ত্রী। তবে এজেন্সি দিয়ে নিরাপত্তা নিশ্চিত করার কাজে পুলিশকে সাহায্য করার নির্দেশ দেন তিনি। এক্ষেত্রে তিনি বলেন, “পুলিশের ট্রেনিং ইনস্টিটিউট থেকে হাসপাতালের নিরাপত্তাকর্মীদের প্রশিক্ষণ দিতে হবে। সাতদিনের প্রশিক্ষণের পরে তবে নিয়োগ হবে। নিয়োগের সময় হাতে প্রশিক্ষণের নির্দেশিকা থাকবে।” সেই সঙ্গে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে যাতে চিকিৎসক ও পুলিশ সরাসরি আলোচনা করে নিতে পারে, তার জন্য বৃহস্পতিবার এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সকলকে বৈঠকে আমন্ত্রণ জানান মুখ্যমন্ত্রী। তাঁর নির্দেশ, সব অধ্যক্ষ – মেডিক্যাল কলেজ, সুপার স্পেশালিটি হাসপাতাল, জেলা হাসপাতালের অধ্যক্ষরা উপস্থিত থাকবেন ভিডিও স্ক্রিনে।
এই বিষয়ে বিজ্ঞপ্তিও জারি করা হয়। কিন্তু বুধবার বিকেলে স্বাস্থ্য দফতরের তরফে আরও একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, বর্তমানে মেডিক্যাল কলেজ এবং হাসপাতালগুলিতে গুলিতে জরুরি ভিত্তিতে কাজ চলছে। উদ্ভূত পরিস্থিতির কারণে আপাতত বৈঠক হচ্ছে না। আগামী সপ্তাহে কবে মিটিং হবে জানিয়ে দেওয়া হবে।