Monday, August 25, 2025

গিটার -গানে স্বাস্থ্যভবনের বাইরে নিশিযাপন, আন্দোলনকারীরা খাবেন কী? খোঁজ নিলেন স্বাস্থ্যসচিব

Date:

সুপ্রিম নির্দেশ অমান্য করে কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন জুনিয়ার চিকিৎসকরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে দেখা না করে উল্টে নিজেদের দাবি দাওয়ার লিস্ট বাড়িয়ে স্বাস্থ্যভবনের (Swasthya Bhawan) বাইরে বিক্ষোভ চলছে। আদালত জানিয়েছিল মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে কাজে ফিরতে হবে। তা না হলে রাজ্য সরকার (Government of West Bengal) কড়া পদক্ষেপ করলে তাতে সুপ্রিম আদালত (Supreme Court) হস্তক্ষেপ করবে না। কিন্তু এত কিছুর পরেও মমতা বন্দ্যোপাধ্যায় যথেষ্ট নমনীয়তার বার্তা দিয়ে চিকিৎসকদের সঙ্গে আলোচনার পথ খোলা রেখেছেন। কিন্তু সুপ্রিম কোর্টের পর মুখ্যমন্ত্রীকে অপমান করতে পিছপা হলেন না অবস্থানরত জুনিয়র চিকিৎসকরা। গিটার-গানে স্বাস্থ্যভবনের বাইরে রাত জাগলেন।সরকারের সঙ্গে বিন্দুমাত্র আলোচনা বা কো-অপারেশনের পথে হাঁটলেন না, উল্টে টানা সরকার বিরোধী স্লোগান দিয়ে গেলেন। অথচ যাঁদের পদত্যাগের দাবিতে তাঁরা সরব সেই স্বার্থকর্তারাই নিজে থেকে খোঁজ নিলেন আন্দোলনকারীদের রাতের খাবার রয়েছে কিনা বা তাঁদের কোনও সাহায্যের প্রয়োজন আছে কিনা। ঔদ্ধত্য দেখিয়ে সেই প্রস্তাবও নাকচ করেন বিক্ষোভকারী চিকিৎসকরা।

জুনিয়র ডাক্তারদের লালবাজার অভিযানের মতো এবার স্বাস্থ্য ভবন অভিযানেও রাত জেগে চলছে তাঁদের প্রতিবাদ কর্মসূচি। ভবনের ভিতরে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা, স্বাস্থ্য অধিকর্তা-সহ কয়েকজন আধিকারিক। মঙ্গলের রাতে ঠিক যখন স্বাস্থ্য দফতর, স্বাস্থ্য সচিব, অধিকর্তা এমনকি মুখ্যমন্ত্রীকেও স্লোগানে স্লোগানে তুলোধোনা করতে ব্যস্ত চিকিৎসকরা, তখন জুনিয়র ডাক্তারদের রাস্তায় খোলা আকাশের নীচে কোনও অসুবিধে হচ্ছে কিনা বা পর্যাপ্ত জল খাবার ইত্যাদি রয়েছে কিনা এসবের খোঁজ নিলেন স্বাস্থ্য ভবনের কর্তাব্যক্তিরাই। এর আগে বৈঠকের ডাক এসেছিল নবান্ন (Nabanna ) থেকে। অপেক্ষা করছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় । কিন্তু সেই ডাক ফেরান আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। রাত পেরিয়ে সকালেও চলছে অবস্থান বিক্ষোভ।


Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version