সেনাবাহিনীর সাফল্য, জম্মু ও কাশ্মীরে খতম ৩ জঙ্গি

ফের সেনার সাফল্য। জম্মু ও কাশ্মীরে সেনাবাহিনীর গুলিতে খতম হল ৩ জঙ্গি। ৩ দিনের মধ্যে এই নিয়ে মোট ৫ জঙ্গিকে নিকেশ করল সেনা এবং কাশ্মীর পুলিশের যৌথবাহিনী। রবিবার রাজৌরিতে দীর্ঘ গুলিবিনিময়ে ২ জঙ্গিকে খতম করেছিল বিশেষ বাহিনী। বুধবার কাঠুয়া জেলায় বিশেষ অভিযান চালায় সেনা এবং জম্মু-কাশ্মীর পুলিশের যৌথবাহিনী। গুলি করে মারে ৩ জঙ্গিকে। এদিনই সকালে জম্মু-কাশ্মীরের আখনুর সেক্টরে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে পাকিস্তানি সেনা। বিনা প্ররোচনায় গুলি চালায় ভারতীয় চৌকি লক্ষ্য করে। জখম হন এক বিএসএফ জওয়ান। পাল্টা গুলি চালায় বিএসএফও। মঙ্গলবার গভীর রাতে ২টো ৩৫ মিনিট নাগাদ সীমান্তের উপর থেকে বিনা প্ররোচনায় গুলি চালানো হয় বলে সীমান্তরক্ষী বাহিনী সূত্রে জানা গিয়েছে। বিএসএফের পাল্টা গুলিতে অবশ্য পাকিস্তানের কেউ হতাহত হয়েছে কিনা তা এখনও নিশ্চিত নয়।

লক্ষণীয়, জম্মু-কাশ্মীরে ৩ দফা নির্বাচন শুরু হচ্ছে ১৮ সেপ্টেম্বর। নির্বাচন ভেস্তে দিয়ে বিশেষভাবে সক্রিয় হয়ে উঠেছে জঙ্গিরা। জঙ্গিদের চক্রান্ত রুখতে ভারত-পাকিস্তান সীমান্ত বরাবর কড়া নজরদারি চালাচ্ছে ভারতীয় বাহিনী।

আরও পড়ুন- দুর্ভাগ্যজনক! শর্ত দিয়ে খোলা মনে আলোচনা হয় না: আন্দোলনকারীদের দাবি নিয়ে অসন্তোষ চন্দ্রিমা-মনোজদের

 

Previous articleশর্ত দিয়ে খোলা মনে আলোচনা হয় না: জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার আর্জি চন্দ্রিমা-মনোজদের
Next articleআইপিএলের সময় পিএসএল করতে চেয়ে ফের বিতর্কে পাক ক্রিকেট বোর্ড