টলিপাড়ার যৌন হেনস্থা রুখতে বিশেষ তদন্ত কমিটি গঠন মুখ্যমন্ত্রীর 

হেমা কমিটির (Hema Committe) আদলে এবার টালিগঞ্জের স্টুডিও পাড়াতেও বিনোদুনিয়ার অভিনেত্রীদের যৌন হেনস্থা রুখতে নতুন কমিটি গঠন। মঙ্গলবার বিকেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে ঋতাভরী চক্রবর্তীর (Ritabhari Chakraborty) সাক্ষাতের পর এই খবর আসায় অনেকেই মনে করছেন যে ‘অরাজনৈতিক’ কমিটি গঠনের প্রস্তাব নিয়েই মুখ্যমন্ত্রীর (CM) সঙ্গে দেখা করেন টলিউডের ‘ফাটাফাটি’ অভিনেত্রী। নিরাশ করেননি মমতাও।

কিছুদিন আগেই নিজেদের ইন্ডাস্ট্রির যৌন হেনস্থার অভিযোগ তুলে সমাজমাধ্যমে সরব হয়েছিলেন ঋতাভরী। পাশাপাশি মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছিলেন তিনি। এরপরই সদর্থক পদক্ষেপ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে (Nabanna) বৈঠক সেরে বেরিয়ে অভিনেত্রী জানান, ‘দিদির কাছে হেমা কমিটির ধাঁচের কমিটি তৈরির অনুরোধ করেছিলাম। আমি যখন পাপুয়া নিউ গিনিতে ছিলাম উনি আমাকে ডেকে পাঠিয়েছিলেন। আজকে আলোচনা হল।’ ঋতাভরী জানান, এক প্রাক্তন চিফ জাস্টিস, একজন আইনজীবী, এক মনোবিদ-সহ পাঁচ সদস্যের অরাজনৈতিক কমিটি তৈরি করেছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি হেমা কমিটির রিপোর্ট ভাল ভাবে স্টাডি করার জন‌্য পাঁচজন মন্ত্রীকেও দায়িত্ব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিনেত্রী বলছেন তাঁর অনুরোধ ছিল যেন সরকারি সদস্য বা ইন্ডাস্ট্রির কেউ এই কমিটিতে না থাকেন। কথা রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি দল রং নির্বিশেষে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাসও দিয়েছেন তিনি। নবান্ন সূত্রে খবর, দুই খ‌্যাতনামা প্রযোজকের বিরুদ্ধেও নাকি অভিযোগ জানিয়েছেন অভিনেত্রী। যদিও ঋতাভরী এই নিয়ে কোনও মন্তব্য করতে চাননি।


Previous articleআজ রাজ্যের বণিক ও শিল্পমহলের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী
Next articleবেপরোয়া বাসের চাকা পিষে দিল ২ বছরের শিশুকে!বনগাঁয় মর্মান্তিক দুর্ঘটনা