১০ আধিকারিকের পদোন্নতি, উন্নিত আইএএস পদমর্যাদায়

৮ বছর কর্মজীবন হলে ডব্লিউবিসিএস-দের আইএএস হিসাবে পদোন্নতি সুযোগ মেলে। তবে বহু সময়ই এই সময়কাল কুড়ি বছরেরও বেশি হয়

মিলল কেন্দ্রের ছাড়পত্র। শিলমোহর লাগল রাজ্যের আধিকারিকদের পদোন্নতির সিদ্ধান্তে। রাজ্যের ১০ ডব্লুবিসিএস আধিকারিককে আইএএস পদ মর্যাদায় উন্নতি করল রাজ্য সরকার। এক বিজ্ঞপ্তিতে মঙ্গলবার রাজ্যের কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরের তরফে জানানো হয়েছে।

আইএএস হিসাবে পদোন্নতি পেয়েছেন রাজ্য ভিজিল্যান্স কমিশনের বিশেষ সচিব শ্রীকৃষ্ণকান্ত সিংহ, স্বরাষ্ট্র ও পর্বতাঞ্চল বিষয়ক দফতরের তিন বিশেষ সচিব অমিতাভ সেনগুপ্ত, জিতেন্দ্র রায় ও অনিন্দ্য সেনগুপ্ত, পশ্চাদ্‌পদ জাতি উন্নয়ন দফতরের বিশেষ সচিব অনিন্দ্যকুমার কর, মঞ্জুষার ম্যানেজিং ডিরেক্টর অমিত দত্ত, আবাসন দফতরের বিশেষ সচিব সৌম্যজিৎ দাস, নারী ও শিশুকল্যাণ দফতরের বিশেষ সচিব পর্ণা চন্দ, মুখ্যমন্ত্রীর দফতরের ওএসডি দীপঙ্কর মণ্ডল এবং পুর ও নগরোন্নন দফতরের বিশেষ সচিব মিউটিনি বন্দ্যোপাধ্যায়।

নিয়মানুসারে, ৮ বছর কর্মজীবন হলে ডব্লিউবিসিএস-দের আইএএস হিসাবে পদোন্নতি সুযোগ মেলে। তবে বহু সময়ই এই সময়কাল কুড়ি বছরেরও বেশি হয়। এর পর আইএএস হওয়ার সুযোগ পাওয়া যায়। এর ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ছিল ৫৪ বছর। বর্তমানে তা বেড়ে হয়েছে ৫৬ বছর।

Previous articleঅনন্য নজিরের সামনে  যশস্বী জয়সওয়াল
Next articleএকনজরে আজকের পেট্রোল-ডিজেলের দাম