Thursday, August 21, 2025

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে মহিলা ডাক্তারের ধর্ষণ ও খুনের ঘটনায় প্রতিবাদের ঝড় বইছে গোটা রাজ্য জুড়ে। আর এই পরিস্থিতিতে শহরের এক বেসরকারি হাসপাতালে মহিলা চিকিৎসককে ‘আরজি কর করে দেব’ বলে হুমকির অভিযোগ উঠল রোগীর পরিবারের বিরুদ্ধে।ঘটনাটি ঘটেছে বুধবার রাত সাড়ে দশটা নাগাদ বেসরকারি হাসপাতালটির আইসিইউ-র ভিতর।পুরো বিষয়টি প্রকাশ্যে আসতেই শোরগোল ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে।যদিও পুলিশি তৎপরতায় গ্রেফতার হয়েছে ঘটনায় জড়িত এক ব্যক্তি।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আইসিইউয়ের সামনে রোগীর ছেলে ও তাঁর বন্ধুরা চিকিৎসককে হেনস্তা করে, পাশাপাশি ওই মহিলা চিকিৎসককে হুমকি দেওয়া হয়। এরপর ঘটনার প্রতিবাদে সরব হন চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা। অভিযুক্তকে গ্রেফতার না করা পর্যন্ত রোগী ভর্তি না নেওয়ার দাবি ওঠে।হাসপাতাল কর্তৃপক্ষের তরফে ফুলবাগান থানায় দায়ের করা হয় অভিযোগ। ইতিমধ্যে তদন্তে নেমে ঘটনার সঙ্গে জড়িত এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এরপর হাসপাতালের পরিষেবা স্বাভাবিক হয়ে ওঠে। এই ঘটনা প্রসঙ্গে ওই মহিলা চিকিৎসকক বলেন, আমাকে হুমকি দিয়ে বলেন, আরজি করে কি হয়েছে জানেন তো?” আতঙ্কে পুরো বিষয়টি সহকর্মী ও হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়েছি। এরপরই পুলিশ ব্যবস্থা নেয়।











Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version