Saturday, December 6, 2025

একাধিক শর্তে নিয়োগ মামলায় জামিন মানিককে

Date:

Share post:

নিয়োগ মামলায় অবশেষে জামিন পেলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya)। বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চ এই জামিন দেয়। তবে শর্তসাপেক্ষে জামিন দেওয়া হয়েছে মানিককে।প্রাথমিকে নিয়োগ মামলায় ২০২২ সালে ED-র হাতে গ্রেফতার হন মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya)। এরপর একাধিকবার জামিনের আবেদন করলেও, জামিন মেলেনি। শুনানি চলাকালীন আদালতে মানিক সম্প্রতি কান্নায় ভেঙে পড়েন। অবশেষ ২৩ মাস পর জেলমুক্তি। ইডির দায়ের করা মামলার প্রেক্ষিতে জামিনের আবেদন করেছিলেন মানিক। অবশেষে বৃহস্পতিবার তাঁর জামিনের আবেদন মেনে নিল কলকাতা হাই কোর্ট।পলাশিপাড়ার বিধায়ক তথা প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিককে শর্তসাপেক্ষে জামিন দেওয়া হয়েছে। হাই কোর্টের তরফ থেকে শর্ত হিসাবে বলা হয়েছে,
• এলাকা ছাড়তে পারবেন না মানিক। তদন্তকারী অফিসারের অনুমতি ছাড়া বাইরে কোথাও যেতে পারবেন না
• নিম্ন আদালতে পাসপোর্ট জমা রাখতে হবে।
• তদন্তকারী অফিসারকে মোবাইল নম্বর দিতে হবে
• কোনও সাক্ষীর সঙ্গে যোগাযোগ বা যোগাযোগের চেষ্টা করা যাবে না
• কোনও সাক্ষীর উপরে প্রভাব খাটানো বা হুমকি দেওয়া যাবে না

নিয়োগ মামলায় মানিক ভট্টাচার্যের পাশাপাশি স্ত্রী শতরূপা ভট্টাচার্য ও পুত্র শৌভিকে হেফাজতে নেওয়া হয়েছিল। পরে হাইকোর্টের তরফ থেকে তাঁর শতরূপাকে জামিন দেওয়া হয়। অন্যদিকে, মানিক পুত্রের জামিন হয় সুপ্রিম কোর্টে। এরপর জামিনের আবেদন নিয়ে সুপ্রিম কোর্টেরও দ্বারস্থ হয়েছিলেন মানিক। তবে সে সময় জামিনের আবেদন খারিজ করে দেওয়া হয়। অবশেষে ২৩ মাস পর মিলল জামিন।










spot_img

Related articles

চিহ্নিত ‘অযোগ্য’দের তালিকা, আদালতের নির্দেশে প্রকাশ এসএসসি-র

কলকাতা হাই কোর্টের নির্দেশে ফের এক তালিকা প্রকাশ এসএসসি-র। ২০১৬ এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় এসএলএসটি চাকরিপ্রার্থীদের মধ্যে ‘অযোগ্য’ চিহ্নিতদের...

কাজ করার সময়ই অসুস্থ BLO: হাসপাতালে ভর্তির সংখ্যা আরও বাড়ল

এসআইআর-এর সময় সীমা বাড়ানো হোক। এই দাবিতে রাজ্যের সিইও দফতরের সামনে লাগাতার আন্দোলনে বিএলও অধিকার রক্ষা মঞ্চ। যেভাবে...

বাংলা-বিরোধিতায় বিদ্যুৎ-বরাদ্দ কমে ১২ ভাগের ১ ভাগ! অভিষেকের প্রশ্নের নির্লজ্জ উত্তর কেন্দ্রের

পরিকাঠামো। স্বাস্থ্য। একশো দিনের কাজ। শিক্ষা। সব ক্ষেত্রের পরে এবার কোপ বিদ্যুতে! শুধুমাত্র বাংলার প্রতি বিমাতৃসুলভ আচরণে বিদ্যুতের...

সিবিআই মামলায় জামিন সুজয়কৃষ্ণর: নির্দেশ কলকাতা হাই কোর্টের

নিয়োগ মামলায় দীর্ঘ কয়েক মাস নিজের বাড়িতেই গৃহবন্দি ছিলেন সুজয়কৃষ্ণ ভদ্র। এবার জামিন পেয়ে বাস্তবিক জেলমুক্তি। সিবিআই-এর (CBI)...