Wednesday, December 24, 2025

দাবিতে অনড় থেকেই ৩০ জন নিয়ে নবান্নে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা

Date:

Share post:

রাজ্যের তৃতীয়বারের প্রস্তাব মেনে নবান্নে আলোচনায় যাচ্ছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা (Junior Doctors)। তবে, দাবিতে অনড় থেকেই ৩০ জন নিয়েই নবান্নে (Nabanna) যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা একই সঙ্গে লাইভ স্ট্রিমিং-এর দাবিতেও অনড় আন্দোলনকারীরা। এই প্রস্তাব দিয়ে মুখ্যসচিবের ই-মেইলের জবাব দিয়েছেন জুনিয়র ডাক্তাররা (Junior Doctors)। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আন্দোলনরত ডাক্তার অনিকেত মাহাত জানান, মুখ্যমন্ত্রী তাঁদের সঙ্গে বৈঠক করতে চাওয়াতেই তাঁরা যাচ্ছেন। কাজে ফিরতে চান বলেও জানান অনিকেত।এই নিয়ে তৃতীয়বার রাজ্যের তরফে আলোচনার প্রস্তাব গিয়েছিল আন্দোলনরত চিকিৎসকদের কাছে। ই-মেইলে মুখ্যসচিব জানান, বৃহস্পতিবার বিকেল ৫টায় বৈঠকে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দুপুর ২টো নাগাদ রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থের তরফ থেকে ই-মেইল পাঠিয়ে এই প্রস্তাব দেওয়া হয়। কিন্তু জানানো হয়, বৈঠকের সরাসরি সম্প্রচার হবে না। তবে, স্বচ্ছ্বতা বজায় রাখতে তা রেকর্ড করা হবে। একই সঙ্গে নবান্ন জানানো হয়েছে জুনিয়র ডাক্তাররা সর্বোচ্চ ১৫ জন প্রতিনিধি নিয়ে বৈঠকে যেতে পারেন। এই চিঠির পরেই ফের জেনারেল বডি বৈঠকে বসেন জুনিয়র ডাক্তাররা।

সেখানে সিদ্ধান্ত হয় ৩০জনের প্রতিনিধি নিয়েই নবান্নে যাচ্ছেন আন্দোলনকারীরা। সরাসরি সম্প্রচারের দাবিতেও তাঁরা অনড় রয়েছেন। জুনিয়র ডাক্তারদের মতে, সুপ্রিম কোর্টের শুনানি যদি লাইভ হতে পারে, মুখ্যমন্ত্রীর জেলা-প্রশাসনিক বৈঠক যদি সরাসরি সম্প্রচার হতে পারে, তাহলে এই বৈঠকও লাইভ করা যেতে পারে। একই সঙ্গে যে ৫টি দাবি- চিকিৎসক-পড়ুয়ার ধর্ষণ-খুনের ঘটনার দ্রুত বিচার, দোষীদের গ্রেফতার করে কঠোর শাস্তি, সন্দীপ ঘোষকে সাসপেন্ড করে তদন্ত, তথ্য লোপাটের জন্য যাঁরা দায়ী তাঁদের বিরুদ্ধে তদন্ত এবং শাস্তিমূলক ব্যবস্থা, স্বাস্থ্যসচিব, ডিএমই, হেল্থ সার্ভিসেসের ডিরেক্টর, কলকাতার পুলিশ কমিশনর বিনীত গোয়েল, ডিসি নর্থ, ডিসি সেন্ট্রাল ইস্তফা- নিয়ে আলোচনার চাইছেন তাঁরা। এখন নবান্নে কী হয়, সেদিকেই সবার নজর।









spot_img

Related articles

শালবনিতে ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র, হুগলিতে ওয়্যারহাউস! সিদ্ধান্ত মন্ত্রিসভার 

কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি শিল্প পরিকাঠামো বৃদ্ধি করতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বুধবার মন্ত্রিসভার বৈঠকে দুইটি গুরুত্বপূর্ণ প্রকল্পে...

ডিরেক্টরেট স্তরের কর্মীদের জন্য কমন ক্যাডার গঠন, সিদ্ধান্ত মন্ত্রিসভায়

রাজ্য সরকার এবার সচিবালয়ের কর্মীদের মতোই ডিরেক্টরেট স্তরের কর্মীদের জন্য কমন ক্যাডার গঠনের সিদ্ধান্ত নিয়েছে। নবান্ন সূত্রে জানা...

পর্যটন মরশুমে নিয়মে বদল! বড়দিন ও নববর্ষে খোলা থাকবে ডুয়ার্সের জঙ্গল 

পর্যটকদের কথা মাথায় রেখে ভরা পর্যটন মরশুমে বড় সিদ্ধান্ত নিল বনদফতর। জঙ্গল সাফারির সাপ্তাহিক রুটিনে সাময়িক পরিবর্তন এনে...

গান্ধীর নাম বাদের প্রতিবাদে কংগ্রেসের মিছিল ঘিরে অশান্তি

দিন কয়েক আগেই বিরোধীদের প্রবল বিক্ষোভ সত্ত্বেও মনরেগার (MGNREGA) পরিবর্তে জি রাম জি বিল পাশ করিয়েছে মোদি সরকার...