নারী নিরাপত্তা শিকেয়, বিজেপি শাসিত মধ্যপ্রদেশে গণধর্ষণের শিকার সেনা আধিকারিকের বান্ধবীরা!

বিজেপির ডবল ইঞ্জিন সরকারের মধ্যপ্রদেশের ইন্দোর জেলার জাম গেটের কাছে দুই সেনা অফিসারের উপর দুষ্কৃতী হামলা, রাস্তায় ফেলে গণধর্ষণ করা হয় তাঁদের সঙ্গে থাকা দুই বান্ধবীর। বেধড়ক মারধরের পর লুঠ করে নেওয়া হয় তাঁদের যাবতীয় জিনিসপত্র। এই ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। প্রকাশ্যে সেনা অফিসারদের সামনেই তাঁদের বান্ধবীদের গণধর্ষণের ঘটনায় পদ্মরাজ্যে নারী নিরাপত্তা বড় প্রশ্নের মুখে।

আক্রান্ত দুই অফিসার মাউ আর্মি কলেজে প্রশিক্ষণরত। মঙ্গলবার ইন্দোরের ছোটি জামের ফায়ারিং রেঞ্জের কাছে বান্ধবীদের সঙ্গে দেখা করে গল্পে মেতে ছিলেন তাঁরা। হঠাৎই সাত-আট জন সশস্ত্র দুষ্কৃতী তাঁদের উপর চড়াও হয় বলে অভিযোগ।সেনা অফিসারকে মারধর করার পাশাপাশি শারীরিক নিগ্রহের শিকার হন তাঁদের বান্ধবীরাও। এরই মধ্যে দুষ্কৃতীরা এক তরুণীকে আটকে রেখে সেনা অফিসারদের ১০ লক্ষ টাকা দেওয়ার কথা বলে।ওই অফিসার সঙ্গে সঙ্গে ক্যাম্পে গিয়ে কম্যান্ডিং অফিসারকে সবটা জানান।সেনা ও পুলিশকর্মীরা ঘটনাস্থলে পৌঁছতেই পালিয়ে যায় দুষ্কৃতীরা। কিন্তু ততক্ষণে ওই তরুণী গণধর্ষণের শিকার হন। নির্যাতিতাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুই সেনা অফিসারের অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতার ধারা ৭০ (গণধর্ষণ), ৩১০-২ (ডাকাতি), ৩০৮-২ (চাঁদাবাজি) এবং ১১৫-২ (স্বেচ্ছায় আঘাত করা) এবং অস্ত্র আইনের ধারায় একটি মামলা নথিভুক্ত করা হয়েছে।অতিরিক্ত পুলিশ সুপার রূপেশ দ্বিবেদী জানান, যে এখনও পর্যন্ত ছয় সন্দেহভাজনকে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে দুজনকে আটক করা হয়েছে।