Saturday, August 23, 2025

শ্রাচী গ্রুপের কর্ণধার রাহুল টোডির হাত ধরে আইএসএল-এর নতুন জার্সি সামনে আনল মহামেডান

Date:

আগামীকাল থেকে শুরু ২০২৪-২৫ আইএসএল। এবার আইএসএল-এ নতুন দল মহামেডান স্পোর্টিং ক্লাব। গত মরশুমে আইলিগ চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে আইএসএল-এর দরজা খুলে গিয়েছে সাদা-কালো ব্রিগেডের সামনে। ১৬ সেপ্টেম্বর ঘরের মাঠ কিশোরভারতী ক্রীড়াঙ্গনে খেলতে নামবে মহামেডান স্পোর্টিং ক্লাব। প্রতিপক্ষ নর্থইস্ট ইউনাইটেড। আর তার আগে এদিন নিজেদের আইএসএল-এর নতুন জার্সি সামনে আনল মহামেডান স্পোর্টিং ক্লাব। তার সঙ্গে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই মরশুমের ফুটবলারদের পরিচয় করাল মহামেডান।

এদিন শহরের এক পাঁচতারা হোটেলে আইএসএল-এর নতুন জার্সি সামনে আনে মহামেডান স্পোর্টিং। যেখানে উপস্থিত ছিলেন মহামেডান সভাপতি আমিরুদ্দিন ববি । ছিলেন অন্যান্য ক্লাব কর্মকর্তারা। উপস্থিত ছিলেন মহামেডানের অন্যতম ইনভেস্টর শ্রাচী গ্রুপের কর্ণধার রাহুল টোডি। এছাড়াও উপস্থিত ছিলেন সৃঞ্জয় বোস, আইএফএ সচিব অনির্বাণ দত্ত, সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়, চেয়ারম্যান সুব্রত দত্ত। তবে এদিন এই অনুষ্ঠানে ব্যক্তিগত কারণে উপস্থিত থাকতে পারেননি বাঙ্কারহিলস কর্তা দীপককুমার সিং। উপস্থিত ছিলেন মহামেডানের ফুটবলাররা। ছিলেন কোচ আন্দ্রে চেরনিশভ।

প্রথমবার আইএসএল খেলছে মহামেডান। আবেগপ্রবণ হয়ে পড়েন মহামেডানের অন্যতম ইনভেস্টর শ্রাচী গ্রুপের কর্ণধার রাহুল টোডি। তিনি বলেন, “আমরা অনেক কষ্ট করে আই লিগ চ্যাম্পিয়ন হয়ে আইএসএলে উঠে এসেছি। দল একটা ছন্দে রয়েছে। এই ছন্দ ধরে রেখেই আইএসএলে নামছি।” অপরদিকে মহামেডান ক্লাব সভাপতি আমিরুদ্দিন ববি বলেন, “বাঙ্কার হিলকে সঙ্গে নিয়ে আমরা আইএসএলে উঠে এসেছি। এবার পাশে পেয়েছি শ্রাচীকেও। আশা করব দল আইএসএলে ভালো ফল করবে।”

এদিকে এদিন ছিল রাহুল টোডির জন্মদিন। শ্রাচী গ্রুপের কর্ণধার রাহুল টোডি জন্মদিন উপলক্ষে কেক কাটা হয় এই অনুষ্ঠান মঞ্চে।

আরও পড়ুন- ফের শিরোনামে পৃথ্বী, সোশ্যাল মিডিয়ায় প্রেমিকাকে বিশেষ বার্তা


 

Related articles

বাংলা দখলে প্রধানমন্ত্রীর ‘হতাশার আর্তনাদ’! ভিডিও দেখিয়ে তোপ তৃণমূলের

বাংলার মানুষকে দিনের পর দিন বঞ্চিত রেখে বাঙালির কাছেই ভোট ভিক্ষা! বাঙালিকে একের পর এক রাজ্যে হেনস্থা করে...

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...
Exit mobile version