Friday, July 4, 2025

রাজ্যপালকেই সামাজিক বয়কট করা উচিত, মুখ্যমন্ত্রীকে নিয়ে মন্তব্যের পাল্টা তোপ কুণালের

Date:

আর জি করের ঘটনায় জুনিয়র ডাক্তারদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক তৃতীয় দিনেও ভেস্তে যাওয়ার পরে হঠাৎই সরব রাজ্যপাল সি ভি আনন্দ বোস। আন্দোলনকারীদের দাবি মেনে নেওয়া উচিত দাবি করে মুখ্যমন্ত্রীর সম্পর্কে ‘অপমানজনক’ শব্দ ব্যবহার করেন তিনি। সেই সঙ্গে মুখ্যমন্ত্রীকে সামাজিক বয়কট করার কথা বলেন। পাল্টা রাজভবনে যে অশালীন অভিযোগে অভিযুক্ত বাংলার রাজ্যপাল তাতে তাঁকেই সামাজিক বয়কট করা উচিত বলে দাবি করেন প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ।

বারবারই আর জি কর ইস্যু নিয়ে আন্দোলন চালানো ডাক্তারদের পিছনে রাজনৈতিক ইন্ধনের দাবি জানিয়েছে রাজ্যের শাসকদল। বৃহস্পতিবার বৈঠক ভেস্তে যাওয়ার পরও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন এতে বাইরের ইন্ধন রয়েছে। আর এই সব বক্তব্যের পরই মুখ খুলেছেন রাজ্যপাল আনন্দ বোস। তিনি বলেন, বাংলার মানুষের সঙ্গে সহমর্মিতায় তিনি বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে কোনও সামাজিক প্ল্যাটফর্মে যাওয়া বয়কট করছেন। তাঁকে তিনি সামাজিক বয়কট করছেন।

পাল্টা কুণাল ঘোষ স্মরণ করিয়ে দেন মুখ্যমন্ত্রী আগেই তাঁর সঙ্গে দূরত্ব বজায় রেখেছেন। স্বাধীনতা দিবসের সৌজন্য সাক্ষাতে রাজভবনে গিয়ে মুখ্যমন্ত্রী সেই বারান্দায় বসেন যেখানে রাজ্যপাল ও তাঁর পারিষদরা ছিলেন না। পরে রাজ্যপাল সেখানে নেমে আসেন। রাজভবনে হওয়া অভিযোগ নিয়ে কুণাল বলেন, “দূরত্ব বজায় তো মুখ্যমন্ত্রীই করছেন। রাজ্যপালের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে তা থেকে তিনি বাঁচছেন সাংবিধানিক রক্ষাকবচের জোরে। তাঁকেই তো আগে সামাজিক বয়কট করা উচিত।”

Related articles

গিলের চওড়া ব্যাটে রানের পাহাড়ে টিম ইন্ডিয়া

শুভমন গিলের (Shubman Gill) অধিনায়কোচিতো ইনিংস। আর তাতেই রানের পাহাড়ে টিম ইন্ডিয়া। ইংল্যান্ডের বিরুদ্ধে এজবাস্টনে (Edgebaston) ইতিহাস লিখেছেন...

রেলের সিগন্যাল কেবল ক্ষতিগ্রস্ত করার অভিযোগ ওড়াল ডব্লিউবিএসইডিসিএল 

রেলের সিগন্যাল কেবল ক্ষতিগ্রস্ত করার অভিযোগ ওড়াল ডব্লিউবিএসইডিসিএল। সংস্থার স্পষ্ট বক্তব্য, ওভারহেড তারের বদলে আন্ডারগ্রাউন্ড কেবল সিস্টেম করা...

কেন রুদ্ধদ্বার শুনানি? বিজেপির ‘ধর্ষকবন্ধু’ কার্তিক মহারাজের জবাব চাইল হাই কাের্ট 

ধর্ষণের অভিযোগে পুলিশি তলবে সাড়া না দিয়ে গ্রেফতারি এড়াতে হাইকোর্টের শরণাপন্ন হয়েছেন বিজেপির ‘ধর্ষকবন্ধু’ কার্তিক মহারাজ। বিচারপতি জয়...

বেসরকারি হাসপাতালে চিকিৎসকদের হুমকির অভিযোগ! বিজেপি নেতা কৌস্তভকে নোটিশ থানার 

ওয়্যারলেস মোড় লাগোয়া একটি বেসরকারি হাসপাতালে রোগীমৃত্যু ঘিরে অশান্তির আবহে বিজেপি নেতা ও আইনজীবী কৌস্তভ বাগচীর বিরুদ্ধে ‘হুমকি‑হেনস্তা’র...
Exit mobile version