সেবি প্রধানের বিরুদ্ধে লোকপালে অভিযোগ, সক্রিয় সাংসদ মহুয়া

সেবি এবং সেই সংস্থার প্রধান মাধবী পুরী বুচের বিরুদ্ধে লোকপালের কাছে অভিযোগ জানিয়েছেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র

সেবির প্রধান মাধবী পুরী বুচকে ঘিরে বিতর্ক থামার কোনও লক্ষণই নেই৷ দিন কয়েক আগেই সেবি প্রধানের অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে সংসদীয় কমিটির বৈঠকে৷ তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান সাংসদ সৌগত রায় পাবলিক অ্যাকাউন্টস কমিটি(পিএসি)-র বৈঠকে প্রশ্ন তুলেছিলেন সেবি প্রধানের অবস্থান নিয়ে, এমনই দাবি ছিল সংসদীয় সূত্রের৷ আদানি গোষ্ঠীর সঙ্গে সেবি প্রধানের কি সম্পর্ক তা নিয়ে সেবি প্রধানের থেকেই জানতে চাওয়া হোক, তাকে তলব করা হোক পিএসির সামনে, দাবি জানান বর্ষীয়ান তৃণমূল সাংসদ সৌগত রায়৷

এর পরেই সেবি প্রধানকে নিয়ে ফের তোপ দেগেছে তৃণমূল শিবির৷ বৃহষ্পতিবার সেবি এবং সেই সংস্থার প্রধান মাধবী পুরী বুচের বিরুদ্ধে লোকপালের কাছে অভিযোগ জানিয়েছেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র৷ আমাদের দেশের শেয়ার বাজারে সাড়ে ৯ কোটি ভারতীয় এবং ১০০০০-র বেশি বিদেশি সংস্থার বিনিয়োগ আছে৷ সেই সব বিনিয়োগকে সুরক্ষিত রাখা অত্যন্ত জরুরি বিষয়৷ আমাদের দেশের ৬ ট্রিলিয়ন মার্কিন ডলার মূল্যের শেয়ার বাজারকে নিয়ন্ত্রণ করে সেবি৷ এই পরিস্থিতিতে লোকপালের উচিত সেবির মত সংস্থার পবিত্রতা বজায় রাখা এবং প্রয়োজনীয় পদক্ষেপ করা, লোকপালের কাছে জমা দেওয়া অভিযোগ পত্রে দাবি জানিয়েছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র৷

Previous articleভূস্বর্গে ভোটের আগে বলিউড এফেক্ট, বিমান হাইজ্যাক হাতিয়ার ফারুকের!
Next articleসন্দীপ ঘনিষ্ঠ চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত কমিটি, সাতদিনে রিপোর্ট