Thursday, August 21, 2025

২ দিন ব্যাপী অনুষ্ঠিত হলো ইংরাজি শিক্ষা প্রতিষ্ঠান IB Fraternity -এর রজত জয়ন্তী বর্ষ। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগবাজার রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ স্বামী নিত্যমুক্তানন্দ মহারাজ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেতা, লেখক (রাহুল) অরুণোদয় বন্দ্যোপাধ্যায়।

অনুষ্ঠানের প্রথম দিন টাকি বয়েজ স্কুলের অডিটোরিয়ামে পুনঃমিলন উৎসবে সমাজের নানা স্তরে ছড়িয়ে থাকা প্রায় ১০০ জন প্রাক্তন তথা কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়। সঙ্গে ছিল নাচ, গান, আবৃত্তি এবং অঙ্কন প্রতিযোগিতা। এছাড়াও “বাংলা অলিম্পিয়াড” এর বিশেষ একটি কর্মশালার আয়োজন করা হয়।

দ্বিতীয় দিনে ক্যালকাটা ইউনিভার্সিটি ইন্সিটিউট হলে বর্তমান ছাত্র-ছাত্রীরা নাচ, গান, কবিতা সংকলন, নাটক এবং অবশ্যই সমকালীন প্রতিবাদ ফুটিয়ে তোলেন তাদের নিজ নিজ শিল্পগুনে। IB Fraternity এর তরফে কর্ণধার এবং আহ্বায়ক শ্রী ইন্দ্রনীল ভট্টাচার্য জানান “আমার শিক্ষকতার যাত্রা ১৯৯৯ সালে শুরু হয় উত্তর কলকাতার পটুয়াটোলা লেনের ভট্টাচার্য বাড়ির ঠাকুর দালান থেকে। এর পর দীর্ঘ ২৫ বছর কেটে গেছে। আমার প্রাক্তন এবং বর্তমান স্টুডেন্টস এবং অভিভাবকদের নিয়ে, স্টুডেন্টসদের পুঁথিগত শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক চর্চায় অনুপ্রেরনা দেওয়ার এবং প্রাক্তন এবং বর্তমানের মেলবন্ধনে প্রাক্তনী নেটওয়ার্ক তৈরির জন্য রজত জয়ন্তী বর্ষ উৎযাপনের ভাবনা আসে। আমরা একটি রজত জয়ন্তী স্মারকগ্রন্থও প্রকাশ করেছি।” শহরের কোনও ভাষা শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের সঙ্গে প্রাক্তনিদের একসাথে মিলিত করে, তাদের দ্বারা পরিচালিত এই বিশাল কর্মকাণ্ডকে সাধুবাদ জানিয়েছেন সমাজের বিভিন্ন স্তরের গুনিজনেরা।

আরও পড়ুন- BGBS-এর দিন চূড়ান্ত শিল্প বৈঠকে, চলতি মাসেই শপিং ফেস্টিভাল উদ্বোধন মুখ্যমন্ত্রীর

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version