Saturday, January 10, 2026

পলিগ্রাফির পর নারকো টেস্ট? ধর্ষণ-খুন তদন্তে ‘ব্রেক থ্রু’ হাতড়াচ্ছে CBI

Date:

Share post:

আর জি কর হাসপাতালে (RG Kar Medical College and Hospital) চিকিৎসক তরুণীর ধর্ষণ খুনের ঘটনার এক মাসের বেশি সময় অতিক্রান্ত হয়ে গেলেও কোন কুলকিনারা করতে পারিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কলকাতা পুলিশের (Kolkata Police) হাতে গ্রেফতার হওয়ার সঞ্জয় রাইয়ের (Sanjay Rai) বয়ানের সত্যতা যাচাই করতে পলিগ্রাফ টেস্ট করেছিল সিবিআই (CBI) । কিন্তু তাতে কোনও প্রমাণ মেলেনি। এবার অভিযুক্তের নারকো টেস্ট (Narco test) করার অনুমতি চেয়ে শিয়ালদহ কোর্টে আবেদন করলো তদন্ত করেই সংস্থা। অর্থাৎ তদন্তে দিশা দেখাতে সম্পূর্ণ ব্যর্থ সিবিআই। গত ৯ সেপ্টেম্বরে। তারা সুপ্রিম কোর্টে কী স্ট্যাটাস রিপোর্ট জমা দিল এবার তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

তদন্তভার হাতে নেওয়ার পর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, চার জুনিয়র ডাক্তার সহ সব মিলিয়ে একশোর বেশি লোকের বয়ান রেকর্ড করেছে CBI। কিন্তু এখনও পর্যন্ত প্রকৃত ঘটনাস্থল কোথায়, সেব্যাপারেই তদন্তকারীরা নিশ্চিত হতে পারেননি। সঞ্জয়, সন্দীপ সহ ৮ জনের পলিগ্রাফ টেস্ট করানো হয়েছে। প্রাক্তন অধ্যক্ষ দাবি করেন, তরুণীর মৃত্যুর খবর পেয়েছিলেন চেস্ট মেডিসিনের এক অধ্যাপকের কাছ থেকে। সেমিনার হলে কী হয়েছে জানা নেই! আবার সঞ্জয় লাই ডিটেক্টর টেস্টে সাফ জানিয়ে দেয়, সে খুন ও ধর্ষণের ঘটনা ঘটায়নি। ফলে এখনও কিছু বুঝে উঠতে পারছেন না সিবিআই আধিকারিকরা। ধর্ষণ খুন কাণ্ডে লাগাতার জেরা আর জিজ্ঞাসাবাদে কোন তথ্য সম্পর্কে নিশ্চিত হতে পারেনি সিবিআই। কার্যত অন্ধকারে একের পর এক তির ছুড়ে চলেছেন তাঁরা। এবার সঞ্জয়ের বয়ানে অসংগতির কথা জানিয়ে আদালতে নারকো পরীক্ষার অনুমতির জন্য আবেদন করা হয়েছে বলে খবর।


spot_img

Related articles

কঠিন, দুর্ভাগ্যজনক: ইডি তল্লাশিতে প্রতিক্রিয়া IPAC-এর, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৃণমূলের

নিজেদের কাজের ধরণ ও রাজনৈতিক সংযোগের উদাহরণ তুলে ধরে বৃহস্পতিবারের ইডি হানাকে কঠিন ও দুর্ভাগ্যজনক বলে দাবি করা...

নতুন করে কাজের চাপে আত্মঘাতী বিএলও! আতঙ্কে মৃত্যু দুই ভোটারেরও

নিজেদের কাজের টার্গেট পূরণের জন্য ক্রমশ চাপ বাড়ানো হচ্ছে রাজ্যে সরকারি কর্মী বিএলওদের উপর। তার জেরে ক্রমশ মৃত্যুর...

তাহেরপুরে অভিষেকের সভা: ভিড়ের ছবি বুঝিয়ে দিল মতুয়ারা কার পক্ষে

কিছুদিন আগে নদিয়ায় রানাঘাটে সভা করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আবহাওয়ার কারণে তিনি সেখানে পৌঁছাতে না পেরে...

নেক্সট ডেস্টিনেশন ইলেকশন কমিশন: নির্বাচন কমিশনারের ভোটার বাদের চক্রান্তে হুঙ্কার মমতার

গণতন্ত্রে মানুষ নিজের সরকার নির্বাচন করে। আর বিজেপির চক্রান্তে নির্বাচন কমিশনকে প্রয়োগ করে এবার বিজেপির স্বৈরাচারী সরকার ভোটার...