Monday, November 3, 2025

হস্তক্ষেপের দাবিতে রাষ্ট্রপতিকে চিঠি জুনিয়র ডাক্তারদের, কী অভিযোগ

Date:

Share post:

অচলাবস্থা কাটাতে এবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূর (Droupoadi Murmu) দ্বারস্থ আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা। আর জি কর মেডিক্যালের (R G Kar Medical College And Hospital) চিকিৎসক-পড়ুয়ার ধর্ষণ-খুনের বিচারের দাবিতে শুক্রবার রাষ্ট্রপতিকে চিঠি লেখেন আন্দোলনকারী। চিঠির প্রতিলিপি পাঠানো হয়েছে উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে। সমস্যা সমাধানে রাজ্য সরকার যথেষ্ট তৎপর নয় বলে না কি চিঠিতে অভিযোগ করেছেন জুনিয়র ডাক্তাররা (Junior Doctor)। কিন্তু যেখানে তদন্ত করছে CBI, সুপ্রিমো কোর্টে (Supreme Court) মামলা- সেখানে রাজ্য সরকারের তৎপরতার কথা আসছে কোথা থেকে- উঠছে সেই প্রশ্ন।জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফিরতে সময়সীমা বেঁধে দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই সময়সীমা পেরিয়ে গেলে রাজ্য সরকার পদক্ষেপ করতে পারবে বলে ছাড়পত্রও দেওযা হয়। কিন্তু তাতেও কাজে ফেরেননি রাজ্যে সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জুনিয়র ডাক্তাররা (Junior Doctor)। সময়সীমা অতিক্রান্ত হওয়ার পরেই রাজ্যের তরফে বারবার চিঠি পাঠিয়ে আলোচনায় বসার প্রস্তাব দেওয়া হয়। নানা শর্তে বৈঠক এড়ান আন্দোলনকারীরা। বৃহস্পতিবার, তাঁদের অধিকাংশ শর্ত মেনে আলোচনায় ডাকেন রাজ্যের মুখ্যসচিব। খোদ মুখ্যমন্ত্রী ২ঘণ্টা ১০ মিনিট অপেক্ষা করেন। কিন্তু লাইভ সম্প্রচারের দাবিতে অনড় থেকে নবান্ন সভাঘরের দরজা থেকে ফিরে আসে জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধি দল।তার পরের দিনই রাষ্ট্রপতিকে চিঠি লিখলেন আন্দোলনকারী চিকিৎসকরা। রাষ্ট্রপতিকে লেখা চিঠিকে জুনিয়র ডাক্তাররা জানিয়েছেন, অচলাবস্থা কাটাতে রাজ্য সরকার উদ্যোগী নয়। দাবি মেনে নেওয়া কোনও সদিচ্ছা দেখানো হচ্ছে না। হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে চিঠিতে। একই সঙ্গে তদন্তকে প্রভাবিত করায় অভিযুক্ত সরকারি আধিকারিকদের পদ থেকে অপসারণের দাবিও মানেনি রাজ্য। এক্ষেত্রে রাষ্ট্রপতির হস্তক্ষেপের দাবি জানিয়েছে জুনিয়র চিকিৎসকরা। এদিন চতুর্থ দিনে পড়েছে আন্দোলনকারী চিকিৎসকদের অবস্থান। বৃষ্টির মধ্যেই বিধাননগরে স্বাস্থ্য ভবনের সামনে বসে বিক্ষোভ দেখাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। এখনও আলোচনার রাস্তা খোলা রয়েছে বলে জানিয়েছে নবান্ন।

তবে, যেখানে বারবার রাজ্যের তরফে আলোচনার প্রস্তাব দেওয়া হচ্ছে, মুখ্যমন্ত্রী নিজে পর পর তিনদিন দীর্ঘক্ষণ আন্দোলনকারীদের জন্য অপেক্ষা করেছেন, জুনিয়র ডাক্তারদের আলোচনার বেশিরভাগ শর্ত মেনে নেওয়া হয়েছে, মামলার তদন্ত সিবিআইয়ের হাতে- সেখানে কীসের ভিত্তিতে রাজ্যের বিরুদ্ধে সদিচ্ছার অভাবেব অভিযোগ তোলা হচ্ছে সেই বিষয় নিয়েই প্রশ্ন উঠছে।










spot_img

Related articles

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...

ঝাড়গ্রামে শিল্পের প্রসারে বড় পদক্ষেপ, জমি ফ্রি-হোল্ডে রূপান্তরের সিদ্ধান্ত রাজ্যের

শিল্পে বিনিয়োগের গতি বাড়াতে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...