Thursday, August 28, 2025

মাঠ হোক বা মাঠের নজির গড়া যেন অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছে। যার কথা বলা হচ্ছে তিনি আর অন্য কেউ নন তিনি হলেন, পর্তুগাল সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কয়েকদিন আগেই কেরিয়ারে ৯০০ গোল করে গড়েছেন নতুন রেকর্ড। আর এবার গড়লেন নতুন মাইলস্টোন। তবে মাঠে নন, মাঠের বাইরে। সোশাল মিডিয়ায় ১০০ কোটি ফলোয়ার গড়ে নতুন রেকর্ড গড়লেন সিআরসেভেন। একমাত্র ব্যক্তি হিসাবে সোশাল মিডিয়ায় ১০০ কোটি ফলোয়ার হয়েছে রোনাল্ডোর। যেই কথা নিজের সোশ্যাল মিডিয়া নিজেই জানিয়েছেন রোনাল্ডো।

এই নিয়ে রোনাল্ডো সোশ্যাল মিডিয়ায় লেখেন, “ ইতিহাস গড়েছি আমরা। ১ বিলিয়ন ফলোয়ার হয়েছে আমাদের। ১০০ কোটি কেবল একটা সংখ্যা নয়। ফুটবলের প্রতি ভালোবাসা আর নিষ্ঠার প্রমাণ। মাদেইরার রাস্তা থেকে শুরু করে বিশ্বের সর্বোচ্চ মঞ্চে ফুটবল খেলেছি। সবসময়ে আমার পাশে থেকেছেন ভক্তরা। আমার উপর বিশ্বাস রাখার জন্য, পাশে থাকার জন্য সকলকে অনেক ধন্যবাদ। তবে আমার সেরাটা আসতে এখনও বাকি রয়েছে। একসঙ্গে মিলে আমরা আরও ইতিহাস গড়তে পারি।”

সোশাল মিডিয়ার একাধিক রোনাল্ডোর অ্যাকাউন্ট রয়েছে। প্রত্যেকটি অ্যাকাউন্টেই প্রচুর ফলোয়ার রয়েছে পর্তুগিজ তারকার। রোনাল্ডো যে ভিডিও প্রকাশ করেছে, তাতে দেখা যাচ্ছে, ইনস্টাগ্রামে রোনাল্ডোর ফলোয়ার সংখ্যা ৬৩৯ মিলিয়ন। ফেসবুকে এই সংখ্যাটা ১৭০.৫ মিলিয়ন। এক্স হ্যান্ডেলেও রোনাল্ডোর ফলোয়ার ১১৩ মিলিয়ন । সদ্যই নিজের ইউটিউব চ্যানেল শুরু করেছেন রোনাল্ডো। দ্রুততম হিসাবে ১ মিলিয়ন সাবস্ক্রাইবার হয়েছে রোনাল্ডোর চ্যানেলে। ইউটিঊবে রোনাল্ডোর ফলোয়ার সংখ্যা ৬০ মিলিয়ান। সমস্ত সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম মিলিয়ে আপাতত রোনাল্ডোর ফলোয়ার সংখ্যা ১ বিলিয়ন ছাড়িয়েছে ।

আরও পড়ুন-আজ থেকে শুরু আইএসএল, মুখোমুখি মোহনবাগান-মুম্বই, তৈরি সবুজ-মেরুন 


Related articles

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...

হাসিনার প্রত্যাবর্তনে ভয় পাচ্ছে বিএনপি! নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা খালেদা জিয়ার দলের

বাংলাদেশ(Bangladesh) জুড়ে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। চাপের মুখে পড়ে আগামী বছর ফেব্রুয়ারি মাসে...

রেস্তোরাঁয় বিল মেটাতে না পেরে বাসন ধুয়েছিলেন! ঘরভাড়া মেটাতে হিমশিম খেতেন আশিস

বলিউড (Bollywood) অভিনেতা আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi)। নিজের ক্যারিয়ারের শুরুতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। কিন্তু তারপরেও আর্থিক সমস্যার...
Exit mobile version