১১ বছরেও ঘুচল না বদনাম। ফের শীর্ষ আদালতের (Supreme Court) কাছে ‘খাঁচাবন্দি তোতাপাখি’ বলে ভর্ৎসনা শুনতে হল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে (CBI)। শুক্রবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জামিন মামলায় সুপ্রিম কোর্ট বলে, “স্বচ্ছ তদন্ত করছে না সিবিআই। সাধারণ জনমানসে ধারণা হচ্ছে তারা ‘খাঁচাবন্দি তোতা’। এই কটাক্ষ মনে করাল ২০১৩ সালের কয়লা কেলেঙ্কারি মামলার শুনানি।