Saturday, August 23, 2025

১১ বছরেও ঘুচল না বদনাম। ফের শীর্ষ আদালতের (Supreme Court) কাছে ‘খাঁচাবন্দি তোতাপাখি’ বলে ভর্ৎসনা শুনতে হল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে (CBI)। শুক্রবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জামিন মামলায় সুপ্রিম কোর্ট বলে, “স্বচ্ছ তদন্ত করছে না সিবিআই। সাধারণ জনমানসে ধারণা হচ্ছে তারা ‘খাঁচাবন্দি তোতা’। এই কটাক্ষ মনে করাল ২০১৩ সালের কয়লা কেলেঙ্কারি মামলার শুনানি।প্রথমবার কয়লা মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ‘খাঁচাবন্দি তোতাপাখি’ বলে কটাক্ষ করে শীর্ষ আদালত। তখন দিল্লিতে ক্ষমতায় ছিল UPA সরকার। তার পরে ১১ বছর কেটেছে। দিল্লির মসনদের রং বদলছে। কিন্তু মোদি সরকারের আমলেও পুরনো বদনাম ঘুছল না সিবিআইয়ের। এদিন অরবিন্দ কেজরিওয়ালের (Arbind Kejriwal) জামিন মামলার রায়ে সুপ্রিম কোর্ট কটাক্ষ করে বলে, “স্বচ্ছ তদন্ত করছে না সিবিআই। আমজনতার মনে ধারণা তৈরি হয়েছে সিবিআই ‘খাঁচাবন্দি তোতা’। সেই ধারণা বদলে ‘মুক্ত’ হিসাবে নিজেদের প্রতিষ্ঠিত করার চেষ্টা করা উচিত সিবিআইয়ের। শীর্ষ আদালতের (Supreme Court) বক্তব্য, “CBI দেশের সেরা তদন্তকারী সংস্থা। তাদের শুধু নিরপেক্ষ হলেই হবে না, সেটা দেখাতেও হবে।” এর পরেই কেজরিওয়ালের গ্রেফতারি নিয়ে সুপ্রিম কোর্ট বলে, এই গ্রেফতারি যে অনৈতিকভাবে হয়নি, সেটা প্রমাণের চেষ্টা করা উচিত। আইনের শাসনে ধারণা ভীষণ গুরুত্বপূর্ণ।  সুপ্রিম কোর্টে মতে, দেশের ‘সেরা’ তদন্তকারী সংস্থার ‘খাঁচাবন্দি তোতাপাখি’ বদনাম ঘোচানোর জন্য সচেষ্ট হওয়া উচিত।










Related articles

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...
Exit mobile version