Tuesday, November 18, 2025

এবার বিধানসভার অভ্যন্তরে স্টল খুলল তন্তুজ, কেনাকাটার সুযোগ পাবেন আম-জনতাও

Date:

দুর্গাপুজোর আগে হাতে একমাসও নেই। শহর-জেলা জুড়ে পুজোর আবহ একটু একটু বাড়ছে। উৎসবের এই আবহে এবার জুড়ে গেল রাজ্য বিধানসভারও নাম! এই প্রথম বিধানসভার অভ্যন্তরে বিক্রয় কেন্দ্র চালু করল তন্তুজ। এখানে শাড়ি, পাঞ্জাবি প্রভৃতি নানা ধরনের পোশাক পাওয়া যাবে। থাকছে বিশেষ ছাড়েরও ব্যবস্থা। এই বিক্রয় কেন্দ্র তথা প্রদর্শনী চলবে ২ অক্টোবর পর্যন্ত। শুক্রবার এর উদ্বোধন করেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি জানান বিধান সভার কর্মীদের সুবিধার জন্য এই প্রথম বিধান সভা চত্বরে এই ধরনের প্রদর্শনী শুরু হলো। তবে বাইরের মানুষ জনরাও এখানে কেনাকাটা করতে পারবেন। উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, স্বপন দেবনাথ প্রমুখ।

বিধানসভার হাইকোর্ট সংলগ্ন গেট দিয়ে প্রবেশের পরই তন্তুজ’র বিপণন কাউন্টার। গুরুত্বপূর্ণ এই গেট দিয়ে সাধারণ মানুষ বিধানসভায় প্রবেশ করে শাড়ি, জামাকাপড় কিনতে পারবেন। সাধারণত বিধায়করা, বিধানসভার কর্মচারীরা এবং নির্দিষ্ট পরিচয়পত্রধারী সাংবাদিকরা বিধানসভায় প্রবেশ করতে পারেন। কিন্তু আজ থেকে আগামী কয়েকদিন সাধারণ মানুষও বিধানসভার একটি নির্দিষ্ট গেট দিয়ে ঢুকতে পারবেন। তবে সেখানে প্রবেশ করার পর কেনাকেটা সেরেই একই গেট দিয়ে ক্রেতাদের বেরিয়ে যেতে হবে।

আরও পড়ুন- সংসদীয় স্থায়ী কমিটিতে কি তৃণমূলকে বঞ্চনা করা হবে?

 

Related articles

এনুমারেশন ফর্ম পূরণে হেল্পলাইন চালু হাওড়ায়, সপ্তাহভর সাহায্য মিলবে ভোটারদের 

হাওড়া জেলা নির্বাচনী দফতর সোমবার থেকে শুরু করে ভোটারদের এনুমারেশন ফর্ম পূরণে সহায়তার জন্য দুইটি হেল্পলাইন চালু করেছে।...

স্ত্রীর পরকীয়া সন্দেহে প্রতিবেশীকে কাঁচি দিয়ে আঘাত স্বামীর, হাসপাতালে যুবক 

স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক সন্দেহে প্রতিবেশী এক যুবককে কাঁচি দিয়ে এলোপাথাড়ি আঘাত করল পেশায় দর্জি শেখ শাহরুখ। ঘটনাটি ঘটেছে...

বাগুইআটিতে অ্যাপ ক্যাবে আকস্মিক আগুন, আতঙ্ক এলাকায় 

বাগুইআটি উড়ালপুলের নীচে সোমবার সন্ধ্যায় হঠাৎই আগুন ধরে যায় একটি অ্যাপ ক্যাবে। প্রত্যক্ষদর্শীদের দাবি, মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত...

শীর্ষ আদালতে এসএসসি–র জনস্বার্থ মামলা শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি সঞ্জয় কুমার 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)–র নিয়োগ সংক্রান্ত নতুন জনস্বার্থ মামলার শুনানি থেকে নিজেকে সরিয়ে নিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয়...
Exit mobile version