Monday, August 25, 2025

ভাইরাল অডিও সত্যি , ধর্নামঞ্চে হামলার ষড়যন্ত্রের অভিযোগে গ্রেফতার কলতান দাশগুপ্ত

Date:

জুনিয়র ডাক্তারদের ধর্নায় হামলার ঘৃণ্য ষড়যন্ত্রের অভিযোগে গ্রেফতার DYFI এর যুবনেতা কলতান দাশগুপ্ত (Kalatan Dasgupta)। শনিবার সকালে লালবাজারের অবস্থান মঞ্চ থেকে বামনেতাকে গ্রেফতার করে বিধান নগর থানার পুলিশ। এরপর তাঁকে নিয়ে যাওয়া হয় ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায়। সাংবাদিক বৈঠক করে বিধাননগর কমিশনারেটের DC জানান, ভাইরাল অডিও সত্যতা নিয়ে কোনও সংশয় নেই। টেকনিক্যাল অ্যানলিসিস করার পরই এই সিদ্ধান্তে পৌঁছেছেন পুলিশ আধিকারিকরা। শুক্রবার রাতে গ্রেফতার হওয়া সঞ্জীব দাস স্বীকার করেছেন যে ফোনের কথোপকথনে তাঁর কণ্ঠস্বর রয়েছে। এরপর ধৃতকে জিজ্ঞাসাবাদে সূত্রেই কলতানের নাম উঠে আসে। শনিবার ভোর ৫টা নাগাদ ফিয়ারস লেনের অবস্থানস্থল থেকে কলতানকে বেরিয়ে যেতে দেখেন সিপিএম কর্মীরা। তিনি ট্যাক্সি করে দক্ষিণ কলকাতার দিকে রওনা দিতেই টালিগঞ্জের কাছে তাঁকে ধরে ফেলে পুলিশ। বামনেতাকে আদালতে পেশ করে হেফাজতে চাওয়ার পাশাপাশি সঞ্জীব এবং কলতানের ভয়েস স্যাম্পেল ভাইরাল অডিওর সঙ্গে মিলিয়ে দেখা হবে বলেও জানান বিধাননগর পুলিশ কমিশনারেটের ডিসি।

শুক্রবার একটি বাইরের অডিও প্রকাশ্যে এনে তৃণমূল নেতা কুণাল ঘোষ আশঙ্কা প্রকাশ করেছিলেন যে রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রীকে বদনাম করার চেষ্টায় জুনিয়র ডাক্তারদের উপর হামলার ছক কষছে বাম এবং অতি বাম সংগঠন। সেই মতো স্বাস্থ্য ভবনের সামনের অবস্থান মঞ্চের চারপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ভাইরাল অডিও হাতে আসা মাত্রই তদন্ত নেমে হালতু থেকে সঞ্জীব দাস নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। ফোনালাপে দু’জন ব্যক্তির এক জনকে ‘স’ এবং অপর জনকে ‘ক’ বলে সম্মোধন করেছিলেন। প্রশ্ন উঠতে শুরু করেছিল এই ‘ক’ আসলে কে? উত্তর মিলল শনিবার ধরে। তিনি হলেন সিপিএমের কলকাতা জেলা কমিটির সদস্য ও ডিওয়াইএফআইয়ের মুখপত্রের সম্পাদক কলতান দাশগুপ্ত। তাঁর গ্রেফতারি পরই বামনেতারা আত্মপক্ষ সমর্থনে ষড়যন্ত্রের তত্ত্ব খাড়া করার চেষ্টা করলেও তা আদপে ধোপে টেকেনি। উল্টোদিকে সিপিএমের পাশে দাঁড়িয়ে অভিযুক্ত কলতানকে দরাজ সার্টিফিকেট দিয়েছে বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য। তিনি বলেন, ‘ কলতান দাশগুপ্তকে আমি চিনি। আমার মনে হয় না তিনি এরকম কাজ করার মতো মানুষ নন। তাই আমাদের মত এই গ্রেফতারি একটা স্বৈরাতান্ত্রিক পদক্ষেপ ছাড়া কিছু নয়।’ অর্থাৎ রাম-বাম আঁতাত যে সত্যি পদ্মনেতার মন্তব্যে ফের তা স্পষ্ট হয়ে গেল।


Related articles

জাতীয় দলে ব্রাত্য সুনীল, পাকাপাকিভাবে শেষ আন্তর্জাতিক কেরিয়ার!

কাফা নেশনস কাপের জন্য ঘোষিত হল ভারতীয় ফুটবল দল (Nation Football Team)। গত ১৫ অগাস্ট থেকে নতুন কোচ...

ব্যক্তিগত অ্যাকাউন্টে টাকা লেনদেন, তাই দেখে গ্রেফতার বিধায়ক জীবনকৃষ্ণ

নিয়োগ মামলায় বেআইনিভাবে চাকরি পাওয়া শিক্ষকরা বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহার (Jibankrishna Saha) অ্যাকাউন্টে টাকার লেনদেন করেছেন। সেই অভিযোগে...

জীবন মরণ-এর সীমানা পেরিয়ে প্রয়াত প্রাক্তন বিজেপি নেতা-অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়

একসময়ের বাংলা হিট ছবির হিরো তথা প্রাক্তন বিজেপি (BJP) নেতা জয় বন্দ্যোপাধ্যায় (Joy Banerjee) প্রয়াত। সোমবার সকালে কলকাতার...

ভারতীয় দলে নেই বাঙালি ফুটবলার, বাংলাকে বঞ্চনার কথা প্রাক্তনদের মুখে

কাফা নেশনস কাপের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন ভারতীয় দলের নতুন কোচ খালিদ জামিল(Khalid Jamil)। কিন্তু সেখানেই...
Exit mobile version