যোগী রাজ্যে বহুতল ভেঙে ১০ জনের মৃত্যু! ধ্বংসস্তূপের নীচে আটকে একাধিক 

উত্তরপ্রদেশের মিরাটে (Mitat, Uttarpradesh) বড় দুর্ঘটনা। শনিবার গভীর রাতে জাকির কলোনিতে চারতলা একটি বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। দ্রুত উদ্ধার কাজে হাত লাগান স্থানীয়রা। পুলিশ (Uttarpradesh Police) এবং দমকলের পাশাপাশি পৌঁছে যায় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF) এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীও। প্রাথমিক ভাবে জেলাশাসক শনিবার জানিয়েছিলেন, ১৪ জন ধ্বংসস্তূপের নীচে আটকে রয়েছেন। কিন্তু রাত বাড়তি একের পর এক মৃত্যুর খবর আসতে থাকে। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, এক শিশু-সহ ১০ জনের দেহ উদ্ধার হয়েছে। রবিবার সকালে উদ্ধার করা হয়েছে পাঁচ জনকে। সকালেও জারি উদ্ধার কাজ।

কী কারনে দুর্ঘটনা তা এখনও স্পষ্ট নয়। যেহেতু উত্তরপ্রদেশে গত কয়েকদিন ধরে একনাগাড়ে বৃষ্টি হচ্ছে, তাই প্রাকৃতিক দুর্যোগের জেরেই পুরনো বাড়ির ভিত আলগা হয়ে যাওয়ায় ভেঙে পড়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। বহুতলে কতজন বাসিন্দা ছিলেন এবং এখনও পর্যন্ত ধ্বংসস্তূপের নীচে কতজন আটকে আছেন তা স্পষ্ট নয়। তৎপরতার সঙ্গে উদ্ধার কাজ।