Monday, August 25, 2025

চালু হচ্ছে বারকোড ট্র্যাকিং সিস্টেম, এবার সরকারি হাসপাতালের মেডিক্যাল বর্জ্যে নজরদারি চালাবে প্রশাসন

Date:

Share post:

রাজ্যের সব সরকারি হাসপাতালের মেডিক্যাল বর্জ্য নিয়ে এবার কড়া ব্যবস্থা নিতে চলেছে রাজ্য প্রশাসন। আরজি কর হাসপাতাল থেকে মেডিক্যাল বর্জ্য পাচার নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠার প্রেক্ষিতে রাজ্য সরকার এ-ব্যপারে স্বচ্ছতা আনতে উদ্যোগী হয়েছে। রাজ্যের সব সরকারি হাসপাতালে দৈনিক মেডিক্যাল বর্জ্য উৎপাদনের পরিমাণ ও তার ব্যবস্থাপনার উপর নজরদারি চালাতে বারকোড- নির্ভর ট্র্যাকিং সিস্টেম চালু করা হচ্ছে।

এবার থেকে বর্জ্য বহনে ব্যবহৃত ক্যারিব্যাগে এবার থেকে বারকোড বসানো থাকবে। সেই বারকোড স্ক্যান করলেই ক্যারিব্যাগের ভিতরে কোন ধরনের বর্জ্য কত পরিমাণে রয়েছে তা জানা যাবে। পরিবেশ দফতরের নির্দেশিকা অনুযায়ী, প্রতিটি হাসপাতালে মেডিক্যাল বর্জ্যকে পৃথক করা হয়। সেগুলো যাতে একসঙ্গে মিশে না যায়, সেজন্য পৃথক রঙের ক্যারিব্যাগ ব্যবহার করার কথা। সেই ক্যারিব্যাগের গায়েই এবার থেকে বার কোড বসানো হবে বলে স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে। বার কোড দেওয়া থাকলে হাসপাতাল থেকে মেডিক্যাল বর্জ্য নিয়ে যাওয়ার সময়ে স্ক্যানারে ধরা পড়ে যাবে। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এবং পুলিশের কাজটাও সহজ হবে। রোগীদের গজ থেকে শুরু করে রক্তমাখা কাপড়, সিরিঞ্জ, গ্লাভসের মতো মেডিক্যাল বর্জ্য অপসারণের জন্য রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ থেকে অনুমোদন নিতে হয়। হাসপাতালে কমন-বায়োমেডিক্যাল ওয়েস্ট ট্রিটমেন্ট ফেসিলিটি থাকাটাও বাধ্যতামূলক। হাসপাতালে যে তরল বর্জ্য উৎপন্ন হয় তা ট্রিটমেন্ট প্ল্যান্টে শোধন করা হয়। রাজ্যের অনেক হাসপাতালে এই ধরনের প্ল্যান্টও রয়েছে।

আরও পড়ুন- আইএসএল-এর প্রথম ম্যাচেই ধাক্কা ইস্টবেঙ্গলের, বিএফসির কাছে হারল ১-০ গোলে

 

spot_img

Related articles

মহিলা সংঘের ভোটে বিপুল জয় তৃণমূলের, অন্য সমিতিতে জিতেই নন্দীগ্রামে ‘তাণ্ডব’ বিজেপির!

নন্দীগ্রামের সমবায় নির্বাচনে একদিকে নাটশাল–১ মহিলা সংঘে বিপুল জয় পেল তৃণমূল, অন্যদিকে বিরুলিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির বোর্ড...

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...