Monday, August 25, 2025

ফের বিমাতৃসুলভ আচরণ! কারণ ছাড়াই ফিরহাদের মস্কো সফরে ‘না’ বিদেশ মন্ত্রকের

Date:

বাংলার উন্নয়নে কেন্দ্রের বিজেপি সরকার বরাবর বাধা দিয়ে এসেছে। তা সত্ত্বেও মুখ্যমন্ত্রীর দক্ষ প্রশাসনিক তৎপরতায় বারবার বাংলার প্রকল্পই গোটা দেশের রোল মডেল হয়েছে। কার্যত বাংলার সুনামে ঈর্শাকাতর কেন্দ্রের সরকার এবার কোনও কারণ না দেখিয়েই বাতিল করল কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের ব্রিকস (BRICS) সম্মেলনে মস্কো (Moscow) সফর। রাজ্যের উন্নয়নে যাতে কোনওভাবেই সাহায্য না আসে, এবার সরাসরি সেই বিমাতৃসুলভ আচরণ মোদি সরকারের।

রাশিয়ার মস্কোয় ব্রিকস (BRICS) অন্তর্ভুক্ত দেশগুলির সম্মেলনের বিভিন্ন বৈঠক ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। এবছর ভারতের একমাত্র মেয়র হিসাবে সেখানে আমন্ত্রণ পেয়েছিলেন কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। এই সম্মেলনে যোগ দেওয়ার জন্য রাজ্য সরকারের তরফে তাঁকে ছাড়পত্রও দেওয়া হয়ে গিয়েছিল। স্বরাষ্ট্র মন্ত্রকের (MHA) তরফেও মস্কো যাওয়ার ছাড়পত্র পেয়েছিলেন ফিরহাদ। ১৭ সেপ্টেম্বর থেকে যেখানে রাজ্য তথা শহরের প্রতিনিধিত্ব করার কথা ছিল ফিরহাদ হাকিমের, সেখানে শনিবারই তাঁর মস্কো সফর আটকে দেয় বিদেশমন্ত্রক (MEA)।

বিদেশ মন্ত্রকের তরফে এই সফর বাতিলের কোনও ব্যাখ্যাও দেওয়া হয়নি। শুধুমাত্র লেখা হয়েছে, ‘রাজনৈতিক দৃষ্টিকোণ’ (political angle) থেকে সফরের অনুমতি বাতিল করা হয়েছে। আর সেখানেই উঠেছে প্রশ্ন। সম্পূর্ণভাবে ব্রিকস ভুক্ত দেশগুলির উন্নয়নের ও পারস্পরিক সহযোগিতার কারণে যে সম্মেলন অনুষ্ঠিত হয়, সেখানে রাজনৈতিক অভিসন্ধি কীভাবে সফরের পথে অন্তরায় হয়, প্রশ্ন তৃণমূলের। সেই সঙ্গে মস্কোর মেয়র (Mayor of Moscow) এই সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছিলেন কলকাতার মেয়রকে। দুই ঐতিহাসিক শহরের আদান প্রদানের পথে কেন বাধা দিল বিদেশমন্ত্রক, তা নিয়েও প্রশ্ন উঠেছে। সম্মানজনক সফরে কেন্দ্রের সরকারের ‘না’ মোদি সরকারের দ্বিচারিতাকেই স্পষ্ট করছে বলে পুরসভার একাংশেরও মত।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version