Wednesday, November 12, 2025

টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে শনিবার গ্রেফতার করে রবিবারই শিয়ালদহ আদালতে পেশ করে সিবিআই। সেখানে আর জি করের চিকিৎসক ধর্ষণ খুনের মূল ঘটনায় অভিযুক্ত নয় বলেই দাবি করে সিবিআই। তবে কর্তব্যে গাফিলতি ও ঘটনাস্থল পরিবর্তন হওয়ার অভিযোগ অভিজিৎ মণ্ডলের ওপর আনে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সুপ্রিম কোর্ট যে টাইম লাইন নিয়ে প্রশ্ন তুলেছিল, তার উত্তর খুঁজতেই টালা থানার ওসিকে গ্রেফতার বলে দাবি সিবিআইয়ের। কার্যত সুপ্রিম শুনানির আগে সিবিআইয়ের পক্ষে খাঁড়া করার মতো কিছু তুলে ধরতেই গ্রেফতার অভিজিৎ ও সন্দীপ। আদালত তাঁদের তিনদিনের সিবিআই হেফাজত মঞ্জুর করে।

রবিবার কড়া নিরাপত্তায় টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল ও সন্দীপ ঘোষকে শিয়ালদহ আদালতে পেশ করে সিবিআই। ঘটনার দিন দুজনের মধ্যে দীর্ঘ কথোপকথনের প্রেক্ষিতে তদন্ত শুরু করে সিবিআই। ঘটনার পরে অভিযোগ দায়ের করতে দীর্ঘ সময় নষ্ট হয় কেন, তার উত্তর খুঁজছে সিবিআই। সেক্ষেত্রে আদালতে সিবিআই দাবি করে, মূল অভিযোগে অভিযুক্ত নন পুলিশ কর্মী। ঘটনাস্থলে যে পরিবর্তন হয়েছে তাতে সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের কোনও যোগ রয়েছে কিনা, তা খুঁজছে সিবিআই। সেই তদন্তে দুজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আর্জি জানানো হয়।

মঙ্গলবার সুপ্রিম কোর্টে আর জি কর মামলার শুনানি। তার আগে শনিবার দুপুর পর্যন্ত কোনও সদর্থক পদক্ষেপ ছিল না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে। কার্যত মূল ধর্ষণ ও খুনের ঘটনায় কোনও দিশা খুঁজে পাচ্ছিল না সিবিআই। এবার শুনানি দ্রুত কাছে আসতে যে কোনও উপায়ে সুপ্রিম কোর্টে টিকে থাকার মরিয়া চেষ্টা। হিসাব মতো মঙ্গলবার পর্যন্ত তিনদিনেরই হেফাজতও চাওয়া হয়েছে। অভিজিতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ২৩৮, ১৯৯ ও ৬১/২ ধারায় মামলা রুজু করেছে সিবিআই।

Related articles

মৃত ভোটারের নামে ফর্ম জমা পড়লে কঠোর পদক্ষেপের নির্দেশ কমিশনের

মৃত ভোটারের নামে এনুমারেশন ফর্ম জমা পড়লে এবার সরাসরি আইনি ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী,...

আর্থিক দুনীতির গুরুতর অভিযোগ, রাজ্য ভলিবল সচিবের বিরুদ্ধে নজিরবিহীন বিদ্রোহ

নজিরবিহীন কাণ্ড রাজ্য ভলিবলে(Volleyall)। সচিব পল্টু রায়চৌধুরীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন কর্তাদের একাংশ। অভিযোগ উঠেছে মঙ্গলবার পল্টুর অনুগামীরা...

ভারতকে সমীহ টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নদের, স্পিন অস্ত্রেই জোর প্রোটিয়াদের

বর্তমানে টেস্টের বিশ্ব চ্যাম্পিয়ন(WTC) দক্ষিণ আফ্রিকা(South Africa)। কিন্তু ভারতে এসে গম্ভীরের দলকে হারানো যে কঠিন বিলক্ষণ জানে প্রোটিয়ারা।ভারতকে...

২০০৯-এ ডিলিমিটেশন হলে ২০০২-এর ভোটার তালিকা ধরে কেন SIR, কমিশনের সিদ্ধান্তে প্রশ্ন কল্যাণের 

নির্বাচন কমিশনের একের পর এক সিদ্ধান্তকে তীব্র ভাষায় আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বুধবার...
Exit mobile version