Saturday, May 3, 2025

টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে শনিবার গ্রেফতার করে রবিবারই শিয়ালদহ আদালতে পেশ করে সিবিআই। সেখানে আর জি করের চিকিৎসক ধর্ষণ খুনের মূল ঘটনায় অভিযুক্ত নয় বলেই দাবি করে সিবিআই। তবে কর্তব্যে গাফিলতি ও ঘটনাস্থল পরিবর্তন হওয়ার অভিযোগ অভিজিৎ মণ্ডলের ওপর আনে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সুপ্রিম কোর্ট যে টাইম লাইন নিয়ে প্রশ্ন তুলেছিল, তার উত্তর খুঁজতেই টালা থানার ওসিকে গ্রেফতার বলে দাবি সিবিআইয়ের। কার্যত সুপ্রিম শুনানির আগে সিবিআইয়ের পক্ষে খাঁড়া করার মতো কিছু তুলে ধরতেই গ্রেফতার অভিজিৎ ও সন্দীপ। আদালত তাঁদের তিনদিনের সিবিআই হেফাজত মঞ্জুর করে।

রবিবার কড়া নিরাপত্তায় টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল ও সন্দীপ ঘোষকে শিয়ালদহ আদালতে পেশ করে সিবিআই। ঘটনার দিন দুজনের মধ্যে দীর্ঘ কথোপকথনের প্রেক্ষিতে তদন্ত শুরু করে সিবিআই। ঘটনার পরে অভিযোগ দায়ের করতে দীর্ঘ সময় নষ্ট হয় কেন, তার উত্তর খুঁজছে সিবিআই। সেক্ষেত্রে আদালতে সিবিআই দাবি করে, মূল অভিযোগে অভিযুক্ত নন পুলিশ কর্মী। ঘটনাস্থলে যে পরিবর্তন হয়েছে তাতে সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের কোনও যোগ রয়েছে কিনা, তা খুঁজছে সিবিআই। সেই তদন্তে দুজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আর্জি জানানো হয়।

মঙ্গলবার সুপ্রিম কোর্টে আর জি কর মামলার শুনানি। তার আগে শনিবার দুপুর পর্যন্ত কোনও সদর্থক পদক্ষেপ ছিল না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে। কার্যত মূল ধর্ষণ ও খুনের ঘটনায় কোনও দিশা খুঁজে পাচ্ছিল না সিবিআই। এবার শুনানি দ্রুত কাছে আসতে যে কোনও উপায়ে সুপ্রিম কোর্টে টিকে থাকার মরিয়া চেষ্টা। হিসাব মতো মঙ্গলবার পর্যন্ত তিনদিনেরই হেফাজতও চাওয়া হয়েছে। অভিজিতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ২৩৮, ১৯৯ ও ৬১/২ ধারায় মামলা রুজু করেছে সিবিআই।

Related articles

আইএএস-আইপিএসদের নয়া ইউনিফায়েড পেনশন প্রকল্প চালুর সিদ্ধান্ত রাজ্যের

সর্বভারতীয় ক্যাডারের অন্তর্গত আইএএস, আইপিএস সহ অন্যান্য আধিকারিকদের জন্য রাজ্য সরকার নতুন ইউনিফায়েড পেনশন প্রকল্পের (Unified Pension Scheme)...

বিনা অনুমতিতে পাকিস্তানি মহিলাকে বিয়ে! ভিসা শেষের পর আশ্রয় দিয়ে বরখাস্ত CRPF জওয়ান

পহেলগাঁওয়ে সাম্প্রতিক জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর পর দেশজুড়ে পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল এবং নির্ধারিত সময়ের মধ্যে ভারত...

সাত লাখি কলম! মনের মতো লেখার টানে পেন উৎসবে কলকাতার মানুষ

দাম দিয়ে কলমের আঁচড়ের যে মূল্য দেওয়া যায় না তার নজির মেলে বাঙালির পেনের প্রতি আকর্ষণ দেখলে। ল্যাপটপের...

ওয়াকফ আইন ঘিরে হিংসা: ক্ষতিগ্রস্তদের পাশে রাজ্য, সোমে মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী

ওয়াকফ সংশোধনী আইন নিয়ে কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনের জেরে উত্তপ্ত হয়ে উঠেছে মুর্শিদাবাদ জেলা। হিংসার ঘটনায় বহু মানুষের...
Exit mobile version