Thursday, August 21, 2025

মহারাষ্ট্রে ঘুমন্ত অবস্থায় নৃশংসভাবে খুন মালদহের এক পরিযায়ী শ্রমিক

Date:

ফের ভিনরাজ্যে  নৃশংসভাবে খুন মালদহের এক পরিযায়ী শ্রমিক। মহারাষ্ট্রের মুম্বইয়ের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, কালিয়ান এলাকায় সহকর্মীদের হাতে খুন হয়েছেন মালদহের কালিয়াচকের শ্রমিক আবদুর রহমান। জানা গিয়েছে, রবিবার ভোরে কালিয়নের একটি আবাসনের ঘরে দুই সহকর্মীর সঙ্গে তিনি ঘুমোচ্ছিলেন। ঘুমন্ত অবস্থাতেই এক সহকর্মী আবদুরের মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে নৃশংসভাবে খুন করে । মুম্বই পুলিশ ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।
এই খবর পাওয়ার পর শোকের ছায়া নেমে আসে পরিবার-সহ পড়শিদের মধ্যে। রহমানের পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রায় তিন মাস আগে মুম্বইয়ের কালিয়ানে রাজমিস্ত্রির কাজে গিয়েছিলেন তিনি। সকালে তার বাড়িতে ফোন করা হয়। বলা হয়, শেখ সালিম নামে একজন লোহার হাতুড়ি দিয়ে তার মাথায় আঘাত করে খুন করেছে। সেই সময় রহমান ঘুমিয়ে ছিলেন। নিহত পরিযায়ী শ্রমিকের পরিবারে রয়েছেন স্ত্রী হাজেরা বিবি এবং একমাত্র মেয়ে সপ্তম শ্রেণির ছাত্রী রাইহানা খাতুন।

রহমানের প্রতিবেশীরা জানিয়েছেন, মুম্বইয়ের কালিয়ানে তিন বন্ধু – আবদুর রহমান, সালিম ও তাওরাত এক ঘরেই থাকতেন। রবিবার সকালে ফোনে জানা যায়, ঘুমন্ত রহমানকে সালিম নামে একজন ভোর চারটে নাগাদ মাথায় হাতুড়ি দিয়ে কয়েকবার আঘাত করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।











Related articles

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...

ডুরান্ড অভিষেকেই ইতিহাস তৈরি ডায়মন্ড হারবারের, সেমিফাইনালেই বিদায় লাল-হলুদ ব্রিগেড

বড় ম্যাচ জিতে পরের ম্যাচে মুখ থুবড়ে পড়ার ইতিহাসের পুনরাবৃত্তি ঘটালো ইমামি ইস্টবেঙ্গল এফসি (EEBFC)। আর অন্যদিকে ডুরান্ড...
Exit mobile version