সুদেষ্ণা ঘোষাল, নয়াদিল্লি
লোকসভা নির্বাচনের আগে I.N.D.I.A.-র গুরুগম্ভীর বৈঠকে মধ্যেই কংগ্রেস নেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi) বিয়ে নিয়ে রীতিমতো শোরগোল ফেলে দেন আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদব (Laluprasad Yadav)। সেই সময় কংগ্রেসের হাইকম্যান্ড সোনিয়া গান্ধীর জবাব ছিল, আপনারাই বোঝান। আমি তো বলেই যাচ্ছি। পর পর দুটি বৈঠকেই রাহুলকে বিয়ে করতে বলেন লালু। সলাজ হাসেন সোনিয়া-পুত্র। এবার কিন্তু রাজধানীর বাতাসে লোকসভায় বিরোধী দলনেতার বিয়ে নিয়ে জোর জল্পনা। পাত্রীও না কি কংগ্রেসের (Congress) ঘরের মেয়ে প্রণীতি শিন্ডে! যদিও এই নিয়ে এখনও প্রকাশ্যে মুখ খোলেনি গান্ধী-শিন্ডে পরিবার।