Wednesday, August 20, 2025

মহারাষ্ট্রে ঘুমন্ত অবস্থায় নৃশংসভাবে খুন মালদহের এক পরিযায়ী শ্রমিক

Date:

ফের ভিনরাজ্যে  নৃশংসভাবে খুন মালদহের এক পরিযায়ী শ্রমিক। মহারাষ্ট্রের মুম্বইয়ের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, কালিয়ান এলাকায় সহকর্মীদের হাতে খুন হয়েছেন মালদহের কালিয়াচকের শ্রমিক আবদুর রহমান। জানা গিয়েছে, রবিবার ভোরে কালিয়নের একটি আবাসনের ঘরে দুই সহকর্মীর সঙ্গে তিনি ঘুমোচ্ছিলেন। ঘুমন্ত অবস্থাতেই এক সহকর্মী আবদুরের মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে নৃশংসভাবে খুন করে । মুম্বই পুলিশ ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।
এই খবর পাওয়ার পর শোকের ছায়া নেমে আসে পরিবার-সহ পড়শিদের মধ্যে। রহমানের পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রায় তিন মাস আগে মুম্বইয়ের কালিয়ানে রাজমিস্ত্রির কাজে গিয়েছিলেন তিনি। সকালে তার বাড়িতে ফোন করা হয়। বলা হয়, শেখ সালিম নামে একজন লোহার হাতুড়ি দিয়ে তার মাথায় আঘাত করে খুন করেছে। সেই সময় রহমান ঘুমিয়ে ছিলেন। নিহত পরিযায়ী শ্রমিকের পরিবারে রয়েছেন স্ত্রী হাজেরা বিবি এবং একমাত্র মেয়ে সপ্তম শ্রেণির ছাত্রী রাইহানা খাতুন।

রহমানের প্রতিবেশীরা জানিয়েছেন, মুম্বইয়ের কালিয়ানে তিন বন্ধু – আবদুর রহমান, সালিম ও তাওরাত এক ঘরেই থাকতেন। রবিবার সকালে ফোনে জানা যায়, ঘুমন্ত রহমানকে সালিম নামে একজন ভোর চারটে নাগাদ মাথায় হাতুড়ি দিয়ে কয়েকবার আঘাত করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।











Related articles

বিজেপির RSS নীতির পাল্টা সংবিধান: উপরাষ্ট্রপতি পদপ্রার্থীকে সমর্থন সব বিরোধী দলের

সংসদে সংবিধানের সংশোধনের নামে সংবিধান হত্যার খেলায়ে মেতেছে কেন্দ্রের স্বৈরাচারী মোদি সরকার। তার পাল্টা সংবিধান রক্ষার লড়াই বিরোধী...

আদালতে প্রমাণ করুন: আরজিকরের মৃত চিকিৎসকের বাবার বিরুদ্ধে মানহানি মমলা কুণালের

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে জড়িয়ে রাজ্যের শাসকদল, দলের নেতাদের প্রতি কুরুচিকর মন্তব্য। মেয়ের মৃত্যু নিয়ে রাজনৈতিক ছাতার নিচে এসে...

কাপুরুষের মতো বিল পেশ স্বরাষ্ট্রমন্ত্রীর: চ্যালেঞ্জ ছুড়ে গর্জে উঠলেন অভিষেক

কাপুরুষের মতো মার্শাল দিয়ে ঘিরে বিল পেশ করতে হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। বুধবার, সংবিধান সংশোধনী বিল পেশের...

মহারাষ্ট্রে বাংলা বলতেই তাড়া! পালিয়ে বাঁচলেন বিষ্ণুপুরের জহিরউদ্দিন, ফেরাতে উদ্যোগী অভিষেক

বাংলায় কথা বললেই বিজেপির রাজ্যে ভয়ঙ্কর অত্যাচারের মুখে পড়তে হচ্ছে বাংলা শ্রমিকদের। নাগপুরে দক্ষিণ ২৪ পরগনার এক পরিযায়ী...
Exit mobile version