উদ্বোধনের আগেই নাম বদল! বন্দে মেট্রো বদলে হল দাঁত ভাঙা নাম

নামই বদলে রাখা হল নমো ভারত ব়্যাপিড রেল। পরবর্তীতে দেশের অন্যান্য শহরের মধ্যে ইন্টারসিটি পরিষেবা হিসাবেও এই পরিষেবা চালু হবে বলে জানান রেলমন্ত্রী

নামের সঙ্গে কোনওভাবেই পরিষেবার মিল খুঁজে পাওয়া যাবে না। মেট্রো রেলের নাম ব়্যাপিড রেল হল না দেশের কোথাও। শুধু বন্দে ভারত উদ্বোধনের আগে বদলে গেল নাম। সোমবার তাই বন্দে মেট্রো উদ্বোধনের কথা থাকলেও প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন নমো ভারত ব়্যাপিড রেল।

সোমবার গুজরাটে প্রথম বন্দে মেট্রোর উদ্বোধন করলেন নরেন্দ্র মোদি। প্রথম এই পরিষেবা পাবে ভুজ থেকে আহমেদাবাদ। ৫৩৯ কিমি যাওয়া যাবে ৫ ঘণ্টা ৪৫ মিনিটে। জনসাধারণের জন্য এই পরিষেবা পাওয়া যাবে মঙ্গলবার থেকে। গোটা যাত্রার জন্য টিকিটের দাম ৪৫৫ টাকা।

সেই পরিষেবার এবার নামই বদলে রাখা হল নমো ভারত ব়্যাপিড রেল। পরবর্তীতে দেশের অন্যান্য শহরের মধ্যে ইন্টারসিটি পরিষেবা হিসাবেও এই পরিষেবা চালু হবে বলে জানান রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

Previous articleএক দেশ-এক ভোট আসলে বিজেপির একটি ‘গিমিক’, মোদি সরকারকে তোপ ডেরেকের
Next articleপানশালায় গোলমালের অভিযোগ! হাওড়ায় গ্রেফতার সিভিক ভলেন্টিয়ার সহ ৩ পুলিশ-কর্মী