Sunday, November 2, 2025

বিজেপি শাসিত ছত্তিশগড়ে কালোজাদু সন্দেহ! পিটিয়ে খুন পুলিশ-সহ ৫

Date:

Share post:

বিজেপি শাসিত রাজ্যগুলিতে অশিক্ষার অন্ধকার এতটাই গভীর যা থেকে নিস্তার পেলেন না পুলিশ কর্মীও। পিটিয়ে পরিবারের লোকেদের সহ খুন করা হল পাঁচজনকে। ছত্তিশগড়ের আদিবাসী অধ্যুষিত সুকমা জেলার একটি গ্রামে শুধুমাত্র কালো জাদু অনুশীলনের সন্দেহেই দুই দম্পতি এবং একজন মহিলাকে পিটিয়ে খুন করা হল। গ্রামেরই একদল লোক এই নারকীয় ঘটনাটি ঘটিয়েছে বলে পুলিশের তরফ থেকে জানান হয়েছে। ঘটনায় পাঁচ জনকে আটক করে তদন্ত শুরু করছে কন্টা থানার পুলিশ।

সুকমার এটকাল গ্রামের পুরোহিত দাবি করেছিলেন, গ্রামের একটি ছেলে এবং একজন প্রবীণ নাগরিকের আকস্মিক মৃত্যুর কারণ ওই তিন মহিলা এবং দু’জন পুরুষের “কালো জাদু”। আর তাতেই উত্যক্ত হয়ে মৌসম কান্না ও তাঁর স্ত্রী মৌসম বিরি, মৌসম বুচ্চা ও তার স্ত্রী মৌসম আরজো এবং অন্য এক মহিলা কারকা লাছি, এই পাঁচজনকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে গ্রামের একদল লোক। এর মধ্যে মৌসম বুচ্চা পুলিশের হেড কনস্টেবল পদে কর্মরত।

ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারেন যে গ্রামে কয়েক জন শিশু মারা যাওয়ার পরে, স্থানীয়রা তাদের বাইগা বা স্থানীয় পুরোহিতের সাথে পরামর্শ করেছিল। সেই পুরোহিতের তরফে শিশু মৃত্যুর কারণ হিসাবে মৌসম বুচ্চার পরিবারের কালো জাদুকে দায়ী করা হয়েছিল। অন্যদিকে পুলিশ এই ঘটনার সাথে যুক্ত ৫ জন কে গ্রফতার করেছেন। অভিযুক্তরা হলেন সাভলাম রাজেশ, সাভলাম হিডমা, করম সত্যম, কুঞ্জম মুকেশ এবং পোডিয়াম এনকা। চাঞ্চল্যকরভাবে পুলিশ কর্মকর্তা জানিয়েছেন,“অভিযুক্তদের মধ্যে কোন অনুতাপ বোধ নেই। তাদের ধারণা খুন হওয়া ‘মৌসম কান্না’-র পরিবার সত্যি কালো জাদু করত।”

অন্যদিকে ১২ সেপ্টেম্বর মাত্র ৩ দিন আগে অনুরূপ একটি ঘটনায়, বালোদাবাজার-ভাটাপাড়া জেলায় “কালো জাদু” করার সন্দেহে এক শিশুসহ একই পরিবারের চার সদস্যকে হত্যা করা হয় বলে অভিযোগ। তবে এটকাল গ্রামের ঘটনায় মাত্র পাঁচজন দায়ী নয় বলেই দাবি পুলিশের। আরও ১৫ জনের জন্য তল্লাশি চালাচ্ছে পুলিশ।

spot_img

Related articles

দিলীপের জন্য খুলল মুরলীধর সেনের বন্ধ ঘরের তালা: তবু অনুপস্থিত ‘নব্য’ বিজেপি!

৭০ বছর ধরে বিজেপি নেতা কর্মীরা এখানে অন্যান্য সব কর্মসূচির পাশাপাশি বিজয়া সম্মেলনীতেও মিলিত হতেন। অথচ মুরলীধর সেন...

শুধু দক্ষিণ আফ্রিকা নয়, ফাইনালে আজ ভারতীয় মহিলা ব্রিগেডের প্রতিপক্ষ বৃষ্টিও!

আশা-আকাঙ্ক্ষার রবিবারে ভারতীয় মহিলাদের স্বপ্নের ইতিহাস তৈরীর সামনে বৃষ্টি (Rain) বাধা হয়ে দাঁড়াবে না তো, মহিলা বিশ্বকাপ ফাইনালের...

বিয়ে ভাঙলেও দায়িত্ব ছাড়েননি মেয়ে ‘ডোম’ টুম্পা

চাকুরিরতা পাত্রীর জন্য সম্বন্ধ আসে। কিন্তু যখনই জীবিকার কথা শোনে পাত্রপক্ষ-ভেঙে যায় বিয়ে। আজ যখন ভারতীয়দলের জার্সি গায়ে...

বৃষ্টির ভ্রুকূটির মাঝেই পারদ পতন! রাজ্যে অফিসিয়াল শীতের আগমন কবে 

নিম্নচাপের জেরে সারা বছর রাজ্যে বৃষ্টির যন্ত্রণা সহ্য করতে হয় বাঙালিকে। বর্ষা (Monsoon) বিদায় নিলেও অকাল বর্ষণের কারণে...