Thursday, August 21, 2025

দ্রুত কাজে ফিরুন জুনিয়র চিকিৎসকরা: করুণাময়ী থেকে দাবি দেশ বাঁচাও গণমঞ্চের

Date:

Share post:

একমাস পেরিয়েছে। আর জি করের নির্যাতিতার বিচার এখনও অধরা। সিবিআইয়ের কাছে দ্রুত বিচার চেয়ে আগেই পথে নেমেছে দেশ বাঁচাও গণমঞ্চ। যতদিন বিচার হচ্ছে ততদিন চিকিৎসা পাচ্ছেন না রাজ্যের মানুষ। লাগাতার কর্মবিরতিতে জুনিয়র চিকিৎসকরা। দুর্দশায় সাধারণ মানুষ। এবার চিকিৎসকদের দ্রুত কাজে ফেরার দাবি জানালো গণমঞ্চ। সেই সঙ্গে রাজ্যের পরিযায়ী শ্রমিকরা বাইরে গিয়ে অত্যাচারিত, এমনকি মৃত্যুও হচ্ছে তাঁদের। সেই অসহায় পরিবার ও পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেশ বাঁচাও গণমঞ্চের।

আর জি করের নির্যাতিতা তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের প্রতিবাদে জুনিয়র ডাক্তাররা ধর্নায় বসেছেন, রয়েছেন কর্মবিরতিতে। তার গুনাগার দিতে হচ্ছে সাধারণ, গরিব এবং প্রান্তিক মানুষদের নিজেদের জীবন দিয়ে। দেশ বাঁচাও গণমঞ্চের প্রতিনিধিরা প্রশ্ন তোলেন, সাধারণ মানুষের কি এটাই প্রাপ্য? সাধারণ মানুষরা কী দোষ করলেন, এই প্রতিবাদের জেরে তাঁদের কেন মারা যেতে হবে, তাঁদের দোষ কোথায়? এখানেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-কে গণমঞ্চের প্রশ্ন, কেন তদন্তে এত দেরি হচ্ছে তাদের? সুপ্রিম কোর্টের কাছে তাঁরা আবেদন করেন যাতে সিবিআই যাতে তাড়াতাড়ি দোষীদের ধরতে পারে সেই চাপ যেন দেওয়া হয় এবং মূল দোষীদের কঠিন থেকে কঠিনতম শাস্তি যেন দেওয়া হয়।

তবে শুধু রাজ্য নয়, রাজ্যের বাইরে যেখানে রাজ্যের মানুষ নিপীড়ন ও মৃত্যুর মুখে পড়েছেন, সেই সব ক্ষেত্রেই সরব দেশ বাঁচাও গণমঞ্চ। বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের মৃত্যু নিয়ে সুর চড়ান তাঁরা। সাবির মল্লিক বা মোতি গাজির মতো বাংলার পরিযায়ী শ্রমিকরা যেন বাইরে কাজে গিয়ে ভুল সন্দেহে এবং অত্যাচারে প্রাণ না হারান, দাবি জানান তাঁরা।

রাজ্য সরকার যেভাবে সাধারণ মানুষের সমস্যা মেটাতে চিকিৎসকদের কাজে ফেরার আর্জি জানিয়েছে, সেভাবেই প্রান্তিক মানুষদের কথা ভেবে চিকিৎসকদের কাজে ফেরার আবেদন করা হয় মঞ্চের তরফ থেকে। সল্টলেকের করুণাময়ীতে প্রতিবাদে যোগ দেন বিধাননগর কর্পোরেশনের চেয়ারপার্সন সব্যসাচী দত্ত, সাংসদ দোলা সেন, পূর্ণেন্দু বসু। সভায় ছিলেন প্রবীণ বাম নেতা বিশ্বনাথ চক্রবর্তী ও সমীর পুততূণ্ড, প্রবীণ সাংবাদিক রন্তিদেব সেনগুপ্ত, সাংবাদিক সুমন ভট্টাচার্য, সঙ্গীত শিল্পী সৈকত মিত্র, পর্ণাভ বন্দ্যোপাধ্যায়, জাতীয় বাংলা সম্মেলনের সভাপতি সিদ্ধব্রত দাস, অভিনেতা ভিভান ঘোষ, রাহুল চক্রবর্তী, অনন্যা চক্রবর্তী। এই দিনের পথসভায় গান শোনান পর্ণাভ, অমিত কালি ও রাজা রাই।

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...