Monday, August 25, 2025

ধনঞ্জয় ফাঁসি মামলার পুনর্বিচার চেয়ে সরব ‘মঞ্চ’, আস্থা মুখ্যমন্ত্রীতেই

Date:

আর জি কর-কাণ্ডের মধ্যেই হেতাল পারেখ খুনে ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের (Dhanajay Bhattacharya) ফাঁসির পুনর্বিবেচনার দাবি। সরব ‘ধনঞ্জয় চট্টোপাধ্যায় মামলা পুনর্বিচার মঞ্চ‘। ২০০৪ সালের ১৪ অগাস্ট কিশোরী হেতাল পারেখকে ধর্ষণ ও খুনের অভিযোগে ফাঁসি হয় ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের। তারপর কেটে গেছে ২০ বছর। তবে ‘ধনঞ্জয় চট্টোপাধ্যায় মামলা পুনর্বিচার মঞ্চ-এর‘ অভিযোগ সেদিন কলকাতার প্রভাবশালীদের মন রাখতেই তৎকালীন বাম মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য (Budhhadev Bhattacharya) সঠিক বিচার হতে দেননি। ফের সেই মামলা পুনর্বিচারের দাবিতে সোমবার মঞ্চর পক্ষে থেকে রাণুছায়া মঞ্চে সভার আয়োজন হয়।ভবানীপুরের স্কুলের ছাত্রী হেতাল পারেখকে ধর্ষণ -খুনের অভিযোগে ১৯৯০ -এর মে মাসে ধনঞ্জয় চট্টোপাধ্যায়কে (Dhanajay Bhattacharya) গ্রেফতার থেকে ২০০৪ -এর ১৪ অগস্ট আগের দিন পর্যন্ত সঠিক বিচারের দাবিতে একাধিক কর্মসূচি করেছে ‘ধনঞ্জয় চট্টোপাধ্যায় মামলা পুনর্বিচার মঞ্চ‘। তবে সঠিক তদন্ত না করেই সেদিন ধনঞ্জয়ের ফাঁসি হয়েছিল, এদিন বারবার এই অভিযোগ উঠল মঞ্চের কনভেনর ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর গলায়।অন্যদিকে সহ-আহ্বায়ক জীবন চক্রবর্তী বলেন, ধনঞ্জয় আমার সহপাঠী ছিল। ওর নামে মিথ্যে কলঙ্ক দেওয়া হয়েছে। তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেবের স্ত্রী মীরা ভট্টাচার্যের ফাঁসির দাবিতে পথে নেমেছিলেন। কেঁদেও ছিলেন। সে সময় দুঃখকে ছাপিয়ে গিয়েছিল ক্ষোভ। অভিযোগ, সেই কারণেই সঠিক বিচার পাননি বাঁকুড়ার ছেলে ধনঞ্জয়। জীবন চক্রবর্তীর আশা, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর জি কর কাণ্ডের জন্য যতটা সরব ঠিক একই ভাবে ধনঞ্জয় ও হেতাল পারেখকে তাঁদের পাপ্য ন্যায় পাইয়ে দেবেন।










Related articles

ভারতীয় দলে নেই বাঙালি ফুটবলার, বাংলাকে বঞ্চনার কথা প্রাক্তনদের মুখে

কাফা নেশনস কাপের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন ভারতীয় দলের নতুন কোচ খালিদ জামিল(Khalid Jamil)। কিন্তু সেখানেই...

নির্বাচনী মামলা! পাল্টা হলফনামা দিতে নিজেই হাই কোর্টে অভিষেক

নির্বাচন সংক্রান্ত মামলা দায়ের হয়েছিল তৃণমূলের ডায়মন্ড হারবারের (Diamond Harbour) সাংসদ তথা তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

পথ দেখায় বাংলা: মমতার পথেই গণেশপুজোয় অনুদান মহারাষ্ট্রের বিজেপি সরকারের!

বাংলা আজ যা ভাবে গোটা ভারত তা ভাবে কাল। এই স্বতঃসিদ্ধ বাক্যটি সম্প্রতি বারবার প্রমাণিত হয়েছে। ফের একবার...

“যেকোনও পুরুষ আমার চেয়ে হেমাকে বেশি পছন্দ করত”, ধর্মেন্দ্রর দ্বিতীয় বিয়ে নিয়ে মন্তব্য প্রকাশের

ধর্মেন্দ্র (Dharmendra) এবং তাঁর প্রথম স্ত্রী প্রকাশ কৌরের (Prakash Kaur) বিয়ে হয় ১৯৫৪ সালে। অভিনেতার বলিউডে অভিষেকের কয়েক...
Exit mobile version