বিশ্বকর্মা পুজোয় কালো বেলুন উড়িয়ে প্রতিবাদ পুর কর্মীদের, সায় ফিরহাদের

আরজি কর-কাণ্ডে গোটা রাজ্য জুড়ে প্রতিবাদের ঢেউ।প্রতিবাদের নানান মূহূর্ত এই কয়েক সপ্তাহে দেখেছে গোটা রাজ্য।এই আবহে মঙ্গলবার উৎসবের মরশুম শুরু হয়ে গেল। বিশ্বকর্মা পুজোয় মাতলেন আপামর জনসাধারণ। উৎসবের আবহেই অভিনব প্রতিবাদ দেখা গেল কলকাতা পুরসভায়।আরজি করের ঘটনায় কলকাতা পুরসভার কর্মচারীরা কালো বেলুন উড়িয়ে বিশ্বকর্মা পুজোর দিন প্রতিবাদ জানালেন। পুর ও নগোরন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, সরকারের প্রধান যখন কোনও কথা বলেন তখন সেটাই অর্ডার। তারপরও জুনিয়র ডাক্তাররা এখনও পর্যন্ত আন্দোলন থেকে সরে আসেননি, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। ওরা বাচ্চা ছেলে মেয়ে তাই বুঝতে পারছে না।

তিনি বলেন, কলকাতা পুরসভাতেও বিশ্বকর্মা পুজো হচ্ছে। ইঞ্জিনিয়ারদের দেবতা বিশ্বকর্মা। তাই যাতে ভালো কাজ হয় সেই কারণে পুজো হচ্ছে।তবে জুনিয়র ডাক্তারদের এবার কাজে ফেরা উচিৎ।মুখ্যমন্ত্রী তাদের দাবি মেনে নিয়েছেন। তাদের সুরক্ষার ব্যবস্থা নেবেন বলেছেন। তাই অবিলম্বে তাদের কাজে যোগ দেওয়া উচিত।এটা তো বুঝতে হবে যে, সরকারি হাসপাতালে সাধারণ-গরিব মানুষ চিকিৎসা করাতে আসেন।এই কর্মবিরতির জন্য সেই পরিষেবা ব্যাহত হচ্ছে।চিকিৎসা না পেয়ে তারা ফিরে যাচ্ছেন। অসুবিধায় পড়ছেন প্রান্তিক মানুষ। সুপ্রিম কোর্টে  মামলা আছে। আমরা নিশ্চিতভাবে চাইছি যে ফাঁসি ছাড়া এর কোনও সাজা হওয়া উচিত না। সিবিআই তদন্ত করছে। আমাদের মেয়ের যে ধর্ষণ হয়েছে তার বিচার আমরাও চাই। আশা করব জাক্তাররা দ্রুত কাজে ফিরবেন।











Previous articleআইএসএল-এর শুরুতেই ধাক্কা, ম্যাচ হেরে কী বললেন সাদা-কালো কোচ?
Next articleরাত্তিরের সাথী প্রকল্পের বিজ্ঞপ্তি সংশোধনের নির্দেশ সুপ্রিম কোর্টের, সম্মত রাজ্য