ধসে বন্ধ ১০ নম্বর জাতীয় সড়ক, সিকিম এবং শিলিগুড়ির মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন

পাহাড়ে ঘুরতে আসা পর্যটকরা চরম সমস্যায় পড়েছেন

পাহাড়ের লাইফলাইন সিকিম এবং শিলিগুড়ির মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ল। সেতিঝোড়ায় রাস্তায় ধস নেমেছে।যার নিট ফল,বন্ধ হয়ে গেল ১০ নম্বর জাতীয় সড়ক।জানা গিয়েছে, টানা বৃষ্টির জেরে ফের দার্জিলিং পার্বত্য এলাকায় ধস নেমেছে। একাধিক জায়গায় রাস্তা ভেঙে চুরমার। শ্বেতিঝোরার কাছে ১০ নম্বর জাতীয় সড়ক এখন বিচ্ছিন্ন হয়ে পড়েছে।এর ফলে পাহাড়ে ঘুরতে আসা পর্যটকরা চরম সমস্যায় পড়েছেন।

পূর্ত দফতরের পক্ষ থেকে পর্যটকদের উদ্দেশে সতর্কবার্তা দেওয়া হয়েছে। প্রয়োজনে ১০ নম্বর জাতীয় সড়ক এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।দুর্গাপুজোতে পাহাড়ে ঘুরতে যাওয়ার আগে খোঁজখবর নেওযার পরামর্শ দেওয়া হয়েছে।কারণ, ১০ নম্বর জাতীয় সড়কে যখন তখন ধস নামছে। ‌তবে পূর্ত দফতর যুদ্ধকালীন তৎপরতায় মেরামতির কাজ করছে। আগামী কয়েক ঘণ্টার মধ্যে মেরামতির কাজ শেষ হবে বলে জানানো হয়েছে।এরপরই ছোট গাড়ি এখান দিয়ে চলাচল শুরু হবে।

স্থানীয়রা জানিয়েছেন, গত সপ্তাহ থেকে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় টানা বৃষ্টি শুরু হয়েছে। যার জেরে দার্জিলিং, কালিম্পংয়ের রাস্তাগুলিতে ধস নেমেছে। শ্বেতিঝোরার কাছে ধস নামায় রাস্তার মারাত্মক ক্ষতি হয়েছে। তাই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সোমবার বিকেল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত পরিস্থিতির কোনও বদল হয়নি।পর্যটকদের শিলিগুড়ি থেকে সিকিম যেতে হচ্ছে ঘুরপথে। গরুবাথান, লাভা হয়ে কালিম্পং, রংপো রুট দিয়ে যাতায়াত করতে হচ্ছে পর্যটকদের।পূর্ত দফতরের আধিকারিক–সহ পুলিশ প্রশাসন জানিয়েছে, ঘুর পথে যানবাহন চলাচল করার ব্যবস্থা করা হয়েছে। লাভার রাস্তা দিয়ে এখন সমস্ত যানবাহনকে নিয়ে যাওয়া হচ্ছে সিকিম।











Previous articleকলকাতার নতুন CP মনোজ ভার্মা, পুলিশের একাধিক পদে রদবদল
Next articleদরকার আরও সন্তান প্রসব, যৌনমিলনের অদ্ভুত নিদান পুতিনের!