Tuesday, November 4, 2025

শহরের রাস্তায় আঁকা মা দুর্গার ছবি পায়ের তলায়! প্রতিবাদের নামে অসম্মান দেখে বিতর্ক তুঙ্গে

Date:

এমন দৃশ্য দেখতে হবে কেউই ভাবেন নি।অথচ বাস্তব ঘটনা হল, রীতিমতো পায়ের তলায় মা দুর্গার ছবি দেখে বিতর্ক তুঙ্গে।ভাবতে পারেন, কেউ মায়ের ছবিতে থুতু ফেলছেন,কেউ জুতো পরে মাড়িয়ে দিচ্ছেন ত্রিনয়ন।যারা এটা করছেন, তারা নিজেদের অজান্তেই এমন পরিস্থিতির স্বীকার হচ্ছেন।রাস্তায় আঁকা মা দুর্গার এই অসম্মান মানতে পারছেন না পুরোহিত থেকে পুজোপ্রেমীরা, এমনকী সাধারণ মানুষও। অবশ্যই প্রতিবাদ চলুক, বিচার সবাই চাইছেন। কিন্তু তার প্রতিবাদ জানাতে গিয়ে মা দুর্গাকে এভাবে অপমান মানতে চাইছেন না অধিকাংশই।

সম্প্রতি আরজি কর-কাণ্ডে বিচার চেয়ে রাজপথে নেমেছেন জুনিয়র ডাক্তাররা।প্রতিবাদ জানিয়ে কলকাতার রাস্তায় নানা ধরণের গ্রাফিতি আঁকা হচ্ছে। বিচার চেয়ে আন্দোলনকারীদের একাংশ রাজপথে মা দুর্গার ছবি এঁকেছেন।আর রাস্তায় আঁকা দুর্গার ছবির উপর দিয়ে চলে যাচ্ছে জুতো পরা পা, নোংরা গাড়ির চাকা। রাস্তায় আঁকা দশভুজার উপর এসে পড়ছে সিগারেটের টুকরো!আর এই বিষয়েই আপত্তি আম জনতার।

শাস্ত্রজ্ঞরা বলছেন, হাতে আঁকা দুর্গা জুতো পায়ে মাড়িয়ে নিহত ওই তরুণী চিকিৎসককেও অসম্মান করছেন আন্দোলনকারীরা। অপমান করছেন বাংলার প্রতিটি মা-কে। তাদের বক্তব্য,  আমরা মন্ত্রোচ্চারণের সময় বলি, ইয়া দেবী সর্বভুতেষু মাতৃরূপেন সংস্থিতা।আসলে প্রত্যেকটা মায়ের মধ্যেই তিনি প্রকট। দুর্গাকে অপমান করা মানে সমস্ত মায়েদের অপমান করা।

ক্ষুব্ধ শহরের পুজো আয়োজকরা।ফোরাম ফর দুর্গোৎসবের সাধারণ সম্পাদক শাশ্বত বসু জানিয়েছেন, তিলোত্তমা বিচার পাক। কিন্তু রাস্তায় মা দুর্গার ছবি এঁকে যেটা হল, তা অত্যন্ত নিন্দনীয়।রাস্তায় মা-কে ফেলে তাঁর গায়ে কেউ মাড়িয়ে চলে যাবেন এটা আমাদের কাছে কল্পনাতীত। পুরোহিতদের কথায়, দশভুজাকে নিয়ে যা হচ্ছে তা অত্যন্ত অযৌক্তিক। আমরাও চাই বিচার পাক নিহত তরুণী। কিন্তু রাস্তায় ঠাকুর এঁকে কেউ কেউ আন্দোলন করে চলে গেলেন। তার পর মায়ের মুখের ওপর দিয়ে জুতো পরে সবাই হেঁটে যাচ্ছে! এটা মানা যায় না।এটা অন্যায়। দ্রুত এটা বন্ধ হওয়া দরকার।











 

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version