Thursday, November 13, 2025

ফের জল ছাড়ল ডিভিসি, দক্ষিণবঙ্গের বন্যা পরিস্থিতি মোকাবিলায় তৎপর নবান্ন 

Date:

ব্যারেজের ছাড়া জলে বিপদের প্রহর গুনছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) অনুরোধকে তোয়াক্কা না করে গত তিনদিন ধরে দফায় দফায় জল ছাড়ছে ডিভিসি (DVC)। আর তাতেই বাংলায় বিপদের আশঙ্কা। বুধবার ২ লক্ষ ৫৭ হাজার কিউসেক জল ছাড়লো দুর্গাপুর ব্যারেজ। পাঞ্চেত থেকে ১ লক্ষ ৩০ হাজার কিউসেক এবং মাইথন থেকে ৪০ হাজার কিউসেক জল ছাড়া হল। যার ফলে দুই মেদিনীপুর, বাঁকুড়ার বিস্তীর্ণ এলাকা প্লাবিত। ইতিমধ্যেই ২৫ হাজারেরও বেশি মানুষকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। পরিস্থিতির দিকে নজর রাখছে নবান্ন (Nabanna)। ইতিমধ্যেই বিপর্যয় মোকাবেলা টিম (SDRF ) বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

নিম্নচাপ সরেছে, কিন্তু যে হারে DVC জল ছাড়ছে তাতে হাওড়া, হুগলির অবস্থাও শোচনীয়। মঙ্গলবার রাত থেকেই হুগলির খানাকুলের বিভিন্ন ব্লক থেকে মানুষকে নিরাপদ আশ্রয় নিয়ে যাওয়া হচ্ছে। বুধবার বিকেলের পর থেকে হাওড়ার আমতা এলাকায় জল বাড়ার আশঙ্কায় সেখানকার জেলা শাসককে পরিস্থিতির দিকে নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে। প্লাবনের আশঙ্কায় ইতিমধ্যেই ১০ জেলায় ১০ সচিবকে মোতায়েন করা হয়েছে। দামোদরের নিম্ন অববাহিকার একাধিক অঞ্চল প্লাবিত। শিলাবতী, কাঁসাই, দামোদরের জলে ভাসছে গ্রামের পর গ্রাম।। দ্রুত বাঁধ মেরামতির জন্য শেষ দফতরের সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে। পর্যাপ্ত ত্রাণ মজুদ রাখার পাশাপাশি উদ্ধার কাজেও জোর দেওয়া হয়েছে। নবান্ন এবং রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতরের তরফে ২৪ ঘণ্টার বিশেষ কন্ট্রোল রুম খোলা হয়েছে।


Related articles

ব্যাটিং মহড়ায় মগ্ন অধিনায়ক, ‘চ্যালেঞ্জ সামলে’ ইডেনে নামছেন প্রিন্স

বিরাট কোহলি, রোহিত শর্মারা টেস্ট ক্রিকেট থেকে অতীত হয়ে হয়ে গিয়েছেন। তারকা প্রথায় চলা ভারতীয় দলের প্রিন্স এখন...

জিতলেও বিজয় মিছিল নয়! বিহার নির্বাচনের ফলাফলের আগে কমিশনকে টানতে হল লাগাম

নির্বাচন প্রক্রিয়া জুড়ে অশান্তি বারবার মাথাচাড়া দিয়েছে নীতীশ কুমারের বিহারে। বারবার আক্রান্ত হয়েছে বিরোধী দলের নেতা-কর্মী এমনকি প্রার্থীরাও।...

KIFF: এক সপ্তাহের ফিল্মোৎসবের আজ সমাপ্তি, সিনে দশমীতে চলচ্চিত্র প্রাঙ্গণে শিল্পী সম্বর্ধনা

সংস্কৃতির শহর কলকাতার আনাচে-কানাচে সিনেপ্রেমী উৎসাহীদের আজ মন খারাপ। গত ৬ ডিসেম্বর থেকে শুরু হওয়া এক সপ্তাহব্যাপী ৩১-তম...

হাসিনার শাস্তির তারিখ ঘোষণার আগেই ‘উত্তপ্ত’ ঢাকা! লকডাউন ঘোষণা আওয়ামী লিগের

দোষী ধরে নিয়েই মামলা। সেই মামলায় সর্বোচ্চ শাস্তি যেন অবধারিত। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাজা ঘোষণা করা হবে...
Exit mobile version