Friday, November 7, 2025

‘তিলোত্তমার জন্য স্বচ্ছ বিচারে ফেরা যাক’, ডাক প্রেসিডেন্সি শিক্ষা সমাজের

Date:

কেটে গেছে এক মাস। আর জি কর কাণ্ডের বিচার চেয়ে এখনও রাজপথে সাধারণ মানুষ। মিটিং মিছিলের পাশে চলছে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতিও। যদিও তাঁদের দাবির প্রায় সবকটিই মেনে নিয়েছে রাজ্য সরকার। প্রসঙ্গত আরজি কর কাণ্ডের স্বচ্ছ্ব বিচার চেয়ে রাস্তায় নেমেছেন সাধারণ মানুষ। এবার সেই দাবিতেই দাবিতেই প্রেসিডেন্সির ডিরোজিও হলে একটি সম্মেলনের আয়োজন করে প্রেসিডেন্সি শিক্ষা সমাজ। সম্মেলনের মূল আলোচনা, ‘তিলোত্তমার জন্য স্বচ্ছ বিচারে ফেরা যাক’।

প্রেসিডেন্সির ডিরোজিও হলের এদিনের  সম্মেলনে উপস্থিত ছিলেন চিকিৎসা, শিল্পী, খেলাধুলা ও সুশীল সমাজ থেকে আসা বিভিন্ন মানুষ। উপস্থিত ছিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়, অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়, পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, শিল্পী সনাতন দিন্দা সহ অনেক কলা কুশলীরা। এছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন পুলিশ কর্তা পঙ্কজ দত্ত, আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়, ইস্টবেঙ্গল-মোহনবাগান ও মহামেডানের ক্লাবের সমর্থকরাও।

তিলোত্তমার বিচার যেন দ্রুত হয় ও সেই বিচার যেন স্বচ্ছতা মেনে হয় এবং এই বিচারের আওয়াজ বন্ধ না হয়ে যায় এই কথাই বলেন লেখক আঞ্চিতা ঘটক। পাশাপাশি অভিনেত্রী স্বস্তিকা বলেন, আজকাল সমাজে ধর্ষণকে সাধারণ করে দেখা হয় যা খুবই দুঃখজনক। তিনি আরও বলেন, সোশ্যাল মিডিয়া অন্য সময় তাদের হেনস্থা স্বীকার হতে হয় কিন্তু সেটা নিয়ে সেরকম আওয়াজ তোলা হয় না। অন্যদিকে শিল্পী সনাতন দিন্দা বলেন, ২৬ বছর ধরে দুর্গা প্রতিমা বানাচ্ছি কিন্তু কখনও আমি মায়ের হাতে অস্ত্র দিইনি কিন্তু এবার আমি অস্ত্র দিতে বাধ্য হয়েছি কারণ মেয়েদের নিজের জন্য আত্মরক্ষা নিজেকেই করতে হবে। পাশাপাশি তিলোত্তমার ঘটনার প্রতিবাদে তিনি  একটি ছবিও আঁকেন এদিন।

আরও পড়ুন- লজ্জাজনক: চিনের পুরনো ছবি ইয়েচুরির দেহদান বলে প্রচার! ছবি ছেপে ভুল স্বীকার ‘গণশক্তি’র

 

Related articles

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...
Exit mobile version