বানভাসি দক্ষিণবঙ্গে জলযন্ত্রণার ছবি, অন্তঃসত্ত্বাদের সরানো হচ্ছে মাদার্স হাবে 

ডিভিসির (DVC) ছাড়া জলে বাংলায় বন্যা পরিস্থিতি উদ্বেগজনক। প্রাকৃতিক দুর্যোগ মিটলেও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জল যন্ত্রণার ছবিটা স্পষ্ট। বুধবার হুগলি হয়ে পশ্চিম মেদিনীপুরের বন্যা কবলিত এলাকা (Flood affected areas) পরিদর্শনের পর আজ পূর্ব মেদিনীপুরের প্লাবিত এলাকা পরিদর্শন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রশাসনিক বৈঠক করে ত্রাণ বণ্টন এবং উদ্ধার কাজ সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দেবেন বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই দশ জেলায় দশ সচিব নিযুক্ত করেছেন নবান্ন (Nabanna)। প্রতি মুহূর্তে বন্যা পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।

আবহাওয়ার উন্নতি হলেও ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকা এখনও জলের তলায়। জল ঢুকেছে চন্দ্রকোণা, দাসপুর-সহ বিভিন্ন ব্লক এলাকায়। বন্যা কবলিত পশ্চিম মেদিনীপুর জেলার একাধিক স্থান থেকে অন্তঃসত্ত্বাদের দ্রুত মাদার্স হাবে স্থানান্তরিত করা হচ্ছে। খড়গপুর, কেশপুর, দাঁতন, ডেবরা, দাসপুর, ঘাটাল থেকে ইতিমধ্যে ৪৫ জন মহিলাকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে পরিবারের সঙ্গে প্রতিমুহূর্তে যোগাযোগ রাখা হচ্ছে। পাশাপাশি হাওড়ার উদয়নারায়ণপুরে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ইতিমধ্যেই ১০টি গ্রাম পঞ্চায়েত এলাকার ১১২টি গ্রাম প্লাবিত হয়েছে। ৪০ হাজার মানুষ গৃহহীন হয়েছেন বলে খবর। দু’হাজারের বেশি মানুষকে উদয়নারায়ণপুরের ফ্লাড সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। জোরকদমে চলছে উদ্ধার কাজ।


Previous articleধর্নামঞ্চে ডাক্তারদের উল্লাস, আরজি কর থেকে ফিরিয়ে দেওয়া হচ্ছে হার্টের রোগীকে 
Next articleডিসেম্বর নয়, নভেম্বরেই বসতে পারে আইপিএল-এর মেগা নিলাম : সূত্র