পারফরম্যান্সে সমালোচিত শুভাশিস, মুখ খুললেন স্ত্রী কস্তুরী ছেত্রী

ইতিমধ্যে মরশুম শুরু করেছে মোহনবাগান সুপার জায়ান্ট। আইএসএল-এর প্রথম ম্যাচে ড্র করার পাশাপাশি এসিএল ২-র ম্যাচেও জয়ের মুখ দেখেনি জোসে মোলিনার দল। মোহনবাগান এবারেও দারুণ শক্তিশালি। তবে শুরুটা খুব ভাল হয়নি। ডুরান্ড কাপের ফাইনালে হারের পর, আইএসএল-এর প্রথম ম্যাচে মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে ড্র করেই সন্তুষ্ট থাকতে হয়েছে সবুজ-মেরুন ব্রিগেডকে। বুধবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-তে রাভশানের বিরুদ্ধেও ড্র করে মোহনবাগান। এর জেরে সমালোচনার মুখে পড়তে হয়েছে কোচ হোসে মোলিনাকে। বারবার প্রশ্ন উঠছে বাগানের ডিফেন্স নিয়েও। যার ফলে ছাড় পাননি মোহনবাগান ক্যাপ্টেন শুভাশিস বোসও। তাঁর খেলা বারবার পড়ছে প্রশ্নের মুখে। হছহেন সমালোচিতও। আর এই নিয়ে এবার মুখ খুললেন শুভাশিসের স্ত্রী কস্তুরী ছেত্রী। ম্যাচ শেষে সমর্থকদের আচরন নিয়ে প্রশ্ন তুললেন মোহনবাগান ক্যাপ্টেনের স্ত্রী।

গতকাল এসিএল-২ এর ম্যাচে যুবভারতীতে নেমেছিল মোহনবাগান। ম্যাচ শেষে বেরিয়ে যাওয়ার সময় কস্তুরী বলেন, “ভাল খারাপ তো সবার ক্ষেত্রেই থাকে। এত ম্যাচ একের পর এক খেলতে হচ্ছে। আর একজনের উপর তো নয়, গোটা দলের উপর ফলাফল নির্ভর করে। দল খারাপ খেললে ওকেই বারবার টার্গেট করা হয়। এটা আমি অনেকদিন ধরেই দেখছি। অর ভাল খেলা দেখে না সমর্থকরা। ফলাফল কিছু খারাপ হলে, ওকেই টার্গেট করে। সোশ্যাল মিডিয়ায় কমেন্টেও ওরা আমাকেও এমন করে। ভাল তো ও সবসময়ই খেলে। দর্শক হিসেবে ওরা শুধু খারাপটাই বলে।” এরপর তিনি আরও বলেন । “সেরকম কিছু নয়, বেস্ট দল। ওরা ভাল করবে। ফিরে আসবে। শুরুটা প্রতিবারই এমন হয়, ওরা ফিরে আসবে। ভাল খেলবে। পরের ম্যাচগুলোতে ভাল রেজাল্ট হবে।”

আরও পড়ুন- বাংলাদেশের বিরুদ্ধে ব্যাট হাতেই নামতেই লজ্জার নজির গিলের, ছুঁয়ে ফেললেন অমরনাথ-পতৌদি-বিরাট কোহলিদের


 

Previous articleতৃণমূল নেতার গাড়ি লক্ষ্য করে গুলি দুষ্কৃতীদের, অল্পের জন্য রক্ষা
Next articleভয়ঙ্কর অপরাধ-মারাত্মক বদনাম! অভিযোগে সন্দীপে রেজিস্ট্রেশন বাতিল করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল