Friday, November 14, 2025

দায়িত্ব নিয়ে নিরাপত্তা খতিয়ে দেখতে আর জি করে নতুন CP, থানা পরিদর্শনও

Date:

আরজি কর কাণ্ডে (RG Kar Hospital Doctor Death) এখনও আন্দোলনে জুনিয়র ডাক্তাররা। স্বাভাবিক নয় এখনও পরিস্থিতি। আর এর মধ্যেই সামনে পুজো। কার্যত পথে নেমেছেন আম জনতাও। এই পরিস্থিতিতে গোয়েন্দা ও আইবি-কে আরও সক্রিয় থাকার নির্দেশ দিলেন কলকাতা পুলিশের নতুন নগরপাল মনোজ ভার্মা।একই সঙ্গে আরও সজাগ এবং সতর্ক হতে হবে বলেও নির্দেশে জানানো হয়েছে।

দায়িত্ব নেওয়ার পরেই একেবারে পুরো দমে কাজে নেমে পড়েছেন তিনি (Manoj Kumar Verma)। প্রথম দিনেই একের পর এক বৈঠক করেন ভার্মা। গোয়েন্দা ও আইবি’র আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন।বৃহস্পতিবার সকালে তিনি টালা থানা(TALA POLICE STATION) পরিদর্শনে যান। সেখানে পুলিশ কর্মীদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় নির্দেশ দেন। এরপর তিনি সিঁথি থানা এবং কাশীপুর থানা পরিদর্শনে যান। সেখানেও পরিস্থিতি খতিয়ে দেখে প্রয়োজনীয় নির্দেশ দেন।আসলে শহরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তৎপর তিনি। কত মামলার তদন্ত এখন চলছে, তার তালিকাও নতুন পুলিশ কমিশনার চেয়েছেন বলে জানা গিয়েছে।বৃহস্পতিবার তিনি পৌঁছে গিয়েছেন আরজি কর হাসপাতালে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সেখানে সিআইএসএফ জওয়ানদের সঙ্গে নিরাপত্তা খতিয়ে দেখেন তিনি। তার পর অধ্যক্ষের ঘরে গিয়ে বৈঠক করেন।

আরজি কর হাসপাতালে বর্তমানে মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী। তারাই নিরাপত্তার দায়িত্ব সামলাচ্ছে। বৃহস্পতিবার সেই বাহিনীর জওয়ানদের নিয়ে হাসপাতাল পরিদর্শন করেন ভার্মা। সুপ্রিম কোর্ট হাসপাতালের নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দিয়েছে। আরও সিসি ক্যামেরা বসানোরও নির্দেশ দিয়েছে। সে সব বিষয়ই খতিয়ে দেখেন ভার্মা।

দায়িত্ব নেওয়ার পরের দিনই লালবাজারের( LALBAZAR) বিভিন্ন বিভাগ নিয়ে বৈঠক করেন পুলিশ কমিশনার। পুলিশকে তাদের নেটওয়ার্ক আরও বাড়ানোর পরামর্শ দিয়েছেন মনোজ বর্মা। গোয়েন্দা বিভাগকে সতর্ক করার পাশাপাশি তাদের কাজের তালিকাও চেয়েছেন নতুন সিপি।থানাগুলিতে কোনও অভিযোগ এলে যাতে গুরুত্ব দিয়ে দেখা হয়, সেই নির্দেশও দিয়েছেন মনোজ ভার্মা।









Related articles

নেতৃত্ব দিতে অপারগ! রাঘোপুর ধরে রাখলেও অনুকরণ রাজনীতি নিয়ে ডুবলেন তেজস্বী

বিধানসভা নির্বাচনে প্রায় এক তৃতীয়াংশ আসন হারালো লালু প্রসাদের আরজেডি। নির্বাচনের ফলাফল আরজেডির মনোবল ভেঙে দেওয়ার পক্ষে যথেষ্ট।...

কংগ্রেসের হাত ধরলেই ভরাডুবি! বিজেপিকে রুখতে পারে একমাত্র তৃণমূল: লিটমাস টেস্ট বিহারে

কংগ্রেসের (Congress) হাত ধরলেই কি ভরাডুবি? ফের আরেকবার প্রশ্ন উঠল বিহার নির্বাচনের ফল প্রকাশের পরে। আর তার সঙ্গে...

পরকীয়া বাধা পেয়ে স্বামীকে খুন! অভিযোগে ইসলামপুরে আটক স্ত্রী

পরকীয়ায় বাধা দেওয়ায় স্বামীকে (Husband) খুন করে দেহ ঝুলিয়ে দেওয়ার অভিযোগ মহিলার বিরুদ্ধে। শুক্রবার ঘটনায় ইসলামপুরে (Islampur) ব্যাপক...

এবার শিলিগুড়ি, ভোটার তালিকা থেকে মেয়ের নাম বাদ পড়ায় আত্মঘাতী বৃদ্ধ!

এসআইআর আতঙ্কে ফের মৃত্যু রাজ্যে। ন্যায্য ভোটারদের নাম বারবার বাদ পড়েছে ভোটার তালিকা থেকে। বহু মানুষ নিজেদের নামে...
Exit mobile version