Saturday, August 23, 2025

তিরুপতি মন্দিরের প্রসাদী লাড্ডুতে পশুর চর্বি-মাছের তেল! রিপোর্ট ঘিরে চাঞ্চল্য

Date:

বিখ্যাত তিরুপতি মন্দিরের প্রসাদী লাড্ডুতে নাকি ব্যবহৃত হচ্ছে গরুর চর্বি, মাছের তেল! অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর এমন অভিযোগ ঘিরে শোরগোল পড়ে গিয়েছিল। এবার সেই অভিযোগকে মান্যতা দিল টেস্ট রিপোর্ট। রিপোর্টে বলা হয়েছে লাড্ডুর গরুর চর্বি, মাছের তেল ছাড়াও রয়েছে পাম তেল।

গত বুধবার চন্দ্রবাবু অভিযোগ করেন, ওয়াইএসআর কংগ্রেসের শাসনকালে লাড্ডুতে পশুর চর্বি ব্যবহার করা হত। ব্যবহার করা হত মাছের তেল। কিন্তু তিনি ক্ষমতায় আসার পর পরিবর্তন করে খাঁটি ঘি দিয়ে তৈরি হচ্ছে শ্রী ভেঙ্কটেশ্বর মন্দিরের প্রসাদী লাড্ডু। এহেন অভিযোগের পরই শোরগোল পড়ে যায়। চন্দ্রবাবুর সুরেই জগনমোহন রেড্ডির সরকারকে তোপ দেগেছেন রাজ্যের তথ্যপ্রযুক্তি মন্ত্রী নারা লোকেশও। তিনি বলেন, “তিরুমালার ভগবান ভেঙ্কটেশ্বর স্বামী মন্দির আমাদের সবচেয়ে পবিত্র মন্দির। আমি অবাক হয়েছি যে ওয়াইএস জগনমোহন রেড্ডি প্রশাসন তিরুপতির প্রসাদে ঘির পরিবর্তে পশুর চর্বি ব্যবহার করেছিল।”

অন্যদিকে, এনিয়ে সরব ওয়াইএসআর কংগ্রেসও। দলের তরফে বলা হয় চন্দ্রবাবুর অভিযোগ অত্যন্ত দুর্ভাগ্যজনক। উনি রাজনৈতিক লাভের জন্য এরকম মারাত্মক অভিযোগ করছেন। দলের লোকসভা সাংসদ শুভা রেড্ডি বলেন, তিরুপতি মন্দিরের পবিত্রতা নষ্ট করেছেন চন্দ্রবাবু নাইডু। কোটি কোটি হিন্দুর ভাবাবেগে আঘাত করেছেন চন্দ্রবাবু। কিন্তু এবার টেস্ট রিপোর্ট প্রকাশের পর নিঃসন্দেহে অস্বস্তি বাড়ল বিষয়টি ঘিরে।

আরও পড়ুন- শনি থেকে কর্মবিরতি প্রত্যাহার, উঠছে অবস্থান: শুক্রে স্বাস্থ্য ভবন থেকে CGO কমপ্লেক্স মিছিল

 

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version