আর কত দিন সময় চাই? রাজ্য দাবি মেটাতেই এখন CBI-কে নিশানা জুনিয়র ডাক্তারদের

প্রায় ৯৯ শতাংশ দাবি মেনে নিয়েছে রাজ্য সরকার। তবে, তিলোত্তমার ধর্ষণ-খুনে দুজনকে গ্রেফতার করা ছাড়া তদন্তে তেমন এগোতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। স্বাস্থ্যভবন থেকে ধর্না-অবস্থান তুলে শুক্রবার CGO কমপ্লেক্সে অভিযানে CBI-কে নিশানা করলেন জুনিয়র ডাক্তাররা (Junior Doctor)। মিছিল থেকে স্লোগান উঠল, “আর কত দিন সময় চাই? জবাব দাও সিবিআই“।দফায় দফায় বৈঠকের পরে বৃহস্পতিবার রাতে ধর্নামঞ্চ থেকে আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা (Junior Doctor) ঘোষণা করেন তাঁরা অবস্থান তুলে নিচ্ছেন। একই সঙ্গে জানান, শুক্রবার স্বাস্থ্যভবন থেকে সিজিও কমপ্লেক্স মিছিল করবেন। সেই মতো এদিন বিকেল চারটে নাগাদ মিছিল শুরু করেন জুনিয়র ডাক্তাররা। সঙ্গে ছিলেন নাগরিক সমাজের একাংশ। ১০ তারিখ আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনায় স্বাস্থ্য অধিকর্তাদের পদত্যাগের দাবিতে যখন স্বাস্থ্যভবন অভিযান করেছিলেন জুনিয়র চিকিৎসকরা, তখন তাঁদের নিশানায় ছিল প্রশাসন। কিন্তু ১১ দিন পরে রাজ্য সরকার যখন তাঁদের প্রায় ৯৯ শতাংশ দাবি মেনে নিয়েছে, তখন আন্দোলনকারীদের নিশানা সিবিআইকে। স্লোগান উঠল, “আর কত দিন সময় চাই? জবাব দাও সিবিআই“, “সন্দীপ ঘোষ কার ভাই? সিবিআই সিবিআই“।এখন সরকার তাঁদের সমস্ত দাবি মেটানোর পর আন্দোলনকারীদের নিশানায় এখন সিবিআই। আর জি করের মূল মামলার তদন্ত এখন করছে সিবিআই। আন্দোলনকারীদের মতে, কেন্দ্রীয় তদন্তকারীদের উপর চাপ বাড়ালে তবেই দ্রুত বিচার সম্ভব। আর কর্মবিরতি প্রত্যাহারের আগে তাদের দিকেই চাপ দিয়ে গেলেন জুনিয়র চিকিৎসকরা। সিজিও কমপ্লেক্সের সামনে গিয়ে বক্তৃতায় জুনিয়র ডাক্তাররা প্রশ্ন তোলেন, আর কত দেরি হবে তদন্তে। জুনিয়র চিকিৎসকদের সঙ্গেই এদিন মিছিলে পা মেলাতে দেখা যায় অন্য পেশার বহু মানুষকেই। একইসঙ্গে তোলেন উই ওয়ান্ট জাস্টিস স্লোগান।









Previous articleব্যবসায়ী অপহরণ-কাণ্ডে ধৃত বারাসাতের কাউন্সিলরের ৯ দিনের সিআইডি হেফাজত
Next articleড্র মিনি ডার্বি, মহামেডানের সঙ্গে ২-২ গোলে ড্র লাল-হলুদের