সুপ্রিম কোর্টের জোড়া তোপের মুখে দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রথমে রাজ্যের ভোট পরবর্তী হিংসা নিয়ে CBI-কে ভর্ৎসনা করে শীর্ষ আদালত। এর পরে রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের (Maloy Ghatak) বিরুদ্ধে ইডির করা মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। কেন ১৮১ দিন পরে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ED? শুক্রবার এই প্রশ্ন তুলে আর্জি নাকচ করে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ।