আমার তোমার হাতে, আমারা সবাই দিদি-র সাথে- এই স্লোগানকে সামনে রেখে ৩০ সেপ্টেম্বর মানববন্ধনের ডাক হয়েছে। ২-৩টে থেকে কলকাতা-সহ রাজ্যের ৩৫টি সাংগঠনিক জেলায় মানববন্ধনের মাধ্যমে মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাবে তৃণমূল মহিলা কংগ্রেস। রাজ্যের মহিলাদের উন্নয়নে একগুচ্ছ প্রকল্পের সূচনা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এর মধ্যে কন্যাশ্রী-লক্ষ্মীর ভাণ্ডার সবচেয়ে জনপ্রিয়। বাংলার মহিলারা হাত উপুড় করে আর্শীবাদ করেন মমতাকে। কিন্তু সম্প্রতি আর জি করের ঘটনার প্রেক্ষিতে বিরোধীরা রাজ্যের মহিলাদের নিরাপত্তা-সুরক্ষা নিয়ে নিশানা করে সরকারকে। এবার সেই প্রকল্পগুলির প্রচারে মানববন্ধনের ডাক দিল মহিলা তৃণমূল কংগ্রেস। পাশাপাশি মিছিলও হবে রাজপথে।
বাংলার মহিলাদের জন্য মুখ্যমন্ত্রীর উন্নয়নমূলক প্রকল্পের প্রচারে মানববন্ধন মহিলা তৃণমূলের
Date:
Share post: