Saturday, November 8, 2025

গাড়িতে তুলে ১৩ বছরের নাবালিকাকে গণধর্ষণ! যোগীরাজ্যে অসহায় নারী

Date:

কখনও পণ্যের মতো ব্যবহার, কখনও খেলার পুতুলের মতো ধর্ষণ আর গণধর্ষণের ঘটনায় নারী নিরাপত্তার চেহারাটা উত্তরপ্রদেশে আতঙ্ক ছড়ালেও তাপ উত্তাপবিহীন যোগী প্রশাসন। দিনের আলোতে গাড়িতে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের ঘটনায় কলুষিত হল মথুরা শহর। তিন অপরাধীর মধ্যে দুজনকে সনাক্ত করতে পারলেও এখনও তাদের ধরার বিষয়ে কোনও পদক্ষেপ এগোয়নি। এই ঘটনায় মাদক খাওয়ানোয় গুরুতর অসুস্থ হয়ে পড়া নাবালিকাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সকালের খাবার কিনতে বেরোনো ১৩ বছরের নাবালিকাকে প্রথমে মাদক খাওয়ানোর অভিযোগ মথুরার ছাতা এলাকায়। নীরজ নামের এক ব্যক্তি জলের মধ্যে মাদক মিশিয়ে খাওয়ায় ওই নাবালিকাকে। সেটা খাওয়ার পরই নাবালিকা অচেতন হয়ে পড়ে। তখনই নীরজ, শৈলেন্দ্র নামে এক ব্যক্তি ও তাদের আরেক সঙ্গী নাবালিকাকে গাড়িতে তুলে গণধর্ষণ করে। সেই সময় নাবালিকা অর্ধচেতন অবস্থায় ছিল। কুকীর্তির পরে পালিয়ে যাওয়ার সময় একটি ফ্লাইওভারের নিচে নাবালিকাকে ফেলে রেখে তারা চলে যায়।

জ্ঞান ফিরে আসার পরে প্রবল পেটে যন্ত্রণা নিয়ে কোনওমতে বাড়ি পৌঁছায় নাবালিকা। বাড়িতে গোটা ঘটনা জানালে পরিবারের লোকেরা ছাতা থানায় অভিযোগ জানাতে যায়। সেখানে মাদকের কারণে গুরুতর অসুস্থ হয়ে পড়লে নাবালিকাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা তার ধর্ষণের বিষয়টি নিশ্চিত করে। পরে পরিবার গণধর্ষণের অভিযোগ দায়ের করে।

প্রকাশ্য রাস্তায় নাবালিকাকে অপহরণ। তারপরে মথুরার মতো শহরে গাড়ি দাঁড় করিয়ে নাবালিকাকে গণধর্ষণ। এতকিছুর পরেও ঘুম ভাঙেনি উত্তরপ্রদেশ পুলিশের। মথুরার পুলিশ সুপার জানান দুজন অপরাধীকে সনাক্ত করে খোঁজ চালাচ্ছে পুলিশ। তবে তৃতীয় অপরাধীর এখনও সন্ধান করে উঠতেই পারেনি পুলিশ।

Related articles

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...

বঙ্গ রাজনীতিতে নতুন দল! চেয়ারম্যান হিসাবে নিজের নাম ঘোষণা হুমায়ুন কবীরের

বারবার দল বিরোধী কথাবার্তা। দলের পদক্ষেপ নিয়ে প্রকাশ্যে সমালোচনা। এবার মুখোশ খুলল হুমায়ুন কবীরের। তিনি এবার নিজেই দল...

আপনি কি মোটা বা সুগারের রোগী? বাতিল হতে পারে আপনার মার্কিন ভিসা

বিদেশের নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে নতুন নিয়ম লাগু করল আমেরিকা। দেশের সম্পদ রক্ষা করার নামে এবার একাধিক শারীরিক...

বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি বাধ্যতামূলক, বিএলওদের ওপর কড়া নজর কমিশনের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (SIR) প্রক্রিয়া ঘিরে নতুন নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন। অভিযোগ উঠেছিল, অনেক বিএলও...
Exit mobile version